• চাপে অভিষেক, নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্ডসের বিরুদ্ধে চার্জ গঠন আদালতে
    হিন্দুস্তান টাইমস | ০৭ জানুয়ারি ২০২৫
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের বিরুদ্ধে চার্জ গঠন হল আদালতে। মঙ্গলবার ৫০ জনের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হয়। তার মধ্যে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডল, কুন্তল ঘোষরা। সোমবার এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্যসহ ৬ জনের বিরুদ্ধে চার্জগঠন হয়েছিল।

    ১ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর পরই নিম্ন আদালতে চার্জ গঠন করতে তৎপরতা বাড়ায় ইডি।

    এদিনও আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া মেনে প্রত্যেক অভিযুক্তের নাম করে তার বিরুদ্ধে কী কী ধারায় অভিযোগ আনা হয়েছে তা পড়ে শোনান বিচারক। এর পর প্রত্যেকের কাছে আলাদা করে জানতে চান তারা দোষী না নির্দোষ। প্রত্যেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করেন। এমনকী আদালতে উপস্থিত লিপস অ্যান্ড বাউন্ডসের প্রতিনিধিও নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

    প্রকাশ্যে লিপস অ্যান্ড বাউন্ডসকে ‘নিজের সংস্থা’ বলে দাবি করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এই সংস্থার কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তদন্তকারীরা জানিয়েছেন, দুর্নীতির টাকা কালীঘাটের কাকুর সংস্থা হয়ে পৌঁছত লিপস অ্যান্ড বাউন্ডসে। এমন সব পরিষেবার নেওয়া হয়েছে বলে দাবি করে টাকা পাঠানো হত যার কোনও পরিকাঠামোই নেই লিপস অ্যান্ড বাউন্ডসের।

    নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্ডসের বিরুদ্ধে চার্জ গঠন হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)