সন্দেশখালিতে TMC নেতার নেতৃত্বে গণধর্ষণের অভিযোগ, হাইকোর্টের মামলা নির্যাতিতার
হিন্দুস্তান টাইমস | ০৭ জানুয়ারি ২০২৫
সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগে পদক্ষেপ না করায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। মামলা দায়ের করেন সন্দেশখালির এক বধূ। তাঁর অভিযোগ তৃণমূলের সন্দেশখালি ২ নম্বর ব্লক সভাপতি দিলীপ মল্লিকের নেতৃত্বে তাঁকে গণধর্ষণ করেছেন ৩ জন। গত মে মাসে বিষয়টি থানায় জানালেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ।
সন্দেশখালির মাঝের পাড়ার বাসিন্দা ওই বধূ গত ১৫ মে থানায় FIR দায়ের করে জানান তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিকের নেতৃত্বে ৩ জন তাঁকে গণধর্ষণ করেছেন। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে অভিযুক্তরা। তাঁর আর্তনাদে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা তাঁকে ফেলে পালায়। নির্যাতিতার অভিযোগ, সন্দেশখালিতে গণঅভ্যুত্থানের পর তিনি মনে করেছিলেন এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করবে পুলিশ। কিন্তু তার পর সাত মাস কাটলেও পুলিশের তরফে এব্যাপারে কোনও তৎপরতা চোখে পড়েনি। অবশেষে সুবিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি। বুধবারই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
নির্যাতিতা জানিয়েছেন, সন্দেশখালিতে একাধিক বধূ তৃণমূলের নেতাদের লালসার শিকার। তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতারা। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করছে না। যার জেরে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। আমিও থানায় সুবিচারের আশায় অভিযোগ করেছিলাম। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি। তাই বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আশা করি হাইকোর্ট আমাকে সুবিচার দেবে। নইলে এরাজ্যে সুবিচারের আর কোনও আশা দেখি না।