নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে তোলাবাজির অভিযোগ। মঙ্গলবার এনজেপি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সিকিমের গাড়ি চালকরা। এই বিক্ষোভে সামিল হন বাগডোগরা ও শিলিগুড়ির চালকদের একাংশও। যদিও এনজেপিতে এই ধরনের কিছু হয় না বলে দাবি করেছেন জাতীয়তাবাদী ট্যাক্সি অ্যান্ড প্রাইভেট কার ড্রাইভার ইউনিয়নের সভাপতি উদয় সাহা। বরং সিকিমের সিন্ডিকেটের বিরুদ্ধে পাল্টা জুলুমবাজির অভিযোগ তুলেছেন তিনি।
অভিযোগ ওঠে, কিছু দিন ধরে গ্যাংটক এবং সিকিমের গাড়ি চালকদের থেকে বেশি টাকা চাওয়া হচ্ছে। এর বাইরে বাগডোগরা কিংবা ডুয়ার্সের চালকদের থেকেও বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে মঙ্গলবার সকালে পাহাড় এবং সমতলের চালকদের একাংশ একত্রিত হয়ে নিউ জলপাইগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। একই সঙ্গে থানায় একটি জেনারেল ডায়েরিও করা হয়। শিলিগুড়ির ডেপুটি কমিশনার (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
গ্যাংটকের গাড়িচালক বিষ্ণু শর্মা এ দিন অভিযোগ করেন, এনজেপিতে ঢুকলে গাড়ি পিছু ২০০ টাকা করে নেওয়া হতো। তাঁরা ঝামেলা এড়াতে তা দিয়েও দিতেন। এখন আরও বেশি করে টাকা চাওয়া হচ্ছে। এমনও অভিযোগ, সেই টাকা না দেওয়ায় মারধর করা হয়েছে এক চালককে। বিষ্ণু শর্মার মতো বিক্ষুব্ধ ট্যাক্সি চালকদের হুঁশিয়ারি, এ ভাবে চললে তাঁরা বড় আন্দোলনের পথে হাঁটবেন।
যদিও জাতীয়তাবাদী ট্যাক্সি অ্যান্ড প্রাইভেট কার ড্রাইভার ইউনিয়নের সভাপতি উদয় সাহার দাবি, এনজেপিতে কোনও তোলাবাজির প্রশ্নই নেই। যাঁরা গাড়িতে লাগেজ তুলে দেন, তাঁরা ২০০ টাকা করে নেন। পাল্টা তিনি অভিযোগ করেন, এখান থেকে সিকিমে গাড়ি গেলে সেখানকার সিন্ডিকেট তাঁদের থেকে টাকা নেয়।