• ‘বেয়ারা... চালাও ফোয়ারা’, ডিসেম্বরে রেকর্ড মদ বিক্রি রাজ্যে
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৫
  • এই সময়: ডিসেম্বরে মদ বিক্রিতে নয়া রেকর্ড গড়লো বাংলা। রাজ্য আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে মদ বিক্রি থেকে রাজ্যের ভাড়ারে জমা পড়েছে প্রায় ৩৬১৫ কোটি টাকা। তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে রাজ্যে ২৩৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। এ বছর প্রতি মাসে সারা রাজ্যে গড়ে প্রায় ১৭৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে।

    সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আটদিনে সারা রাজ্যে মদ বিক্রি হয়েছে আনুমানিক ৬৫০ কোটি টাকার। তার মধ্যে কলকাতা এবং বিধানগর মিলিয়ে মদ বিক্রি করে আয় হয়েছে ১৩৭ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, গত বছরের থেকে এ বার কলকাতায় প্রায় ২৪ শতাংশ বেশি মদ বিক্রি হয়েছে ডিসেম্বরের শেষ সপ্তাহে। আবগারি দপ্তরের আধিকারিকরা মনে করছেন, এবার ক্রিসমাস ফেস্টিভ্যালের সময়ে আবহাওয়া অনুকূল থাকায় এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল হওয়ায় মদ বিক্রি অনেকটাই বেড়েছে।

    প্রশাসনিক ভাবে কলকাতা ও বিধাননগর মিলিয়ে আবগারি দপ্তরের মোট চারটি ডিভিশন রয়েছে। এগুলি হলো, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, আলিপুর এবং বিধাননগর। সরকারি তথ্য বলছে, এদের মধ‍্য আলিপুর ডিভিশনে সবথেকে বেশি মদ বিক্রি হয়েছে। আলিপুর ডিভিশনে ডিসেম্বরের শেষ সপ্তাহে মোট ৪২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় যা প্রায় তিনগুণ বেশি। উত্তর ও দক্ষিণ কলকাতা ডিভিশনে মদ বিক্রি হয়েছে ৩৫.৫ কোটি টাকার। আর বিধাননগরে প্রায় ২৮.৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

    আবগারি দপ্তরের এক আধিকারিক জানান, প্রতি বছর দুর্গাপুজোর সময় রাজ্যে ভাল টাকার মদ বিক্রি হয়। দুর্গাপুজোর জন্য গত অক্টোবর মাসে ২ হাজার কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। ৩–১৫ অক্টোবরের মধ্যে কলকাতা এবং বিধানগরে মদ বিক্রি হয়েছিল ১৪৮ কোটি টাকার। কিন্তু দুর্গাপুজোকেও ছাপিয়ে গিয়েছে ক্রিসমাস ফেস্টিভ্যাল।

    মদ খাওয়ার প্রবণতা নিয়ে কয়েক বছর আগে একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছিল আইসিআরআইআর–র। সেই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের প্রায় ১ কোটি ৪০ লক্ষ লোক নিয়মিত মদ্যপান করেন। আবগারি দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, সেই সংখ্যাটা এখন অনেক বেড়েছে।

    ফি–বছর মদ বিক্রি থেকে রাজ্য সরকারের রোজগার যে হারে বাড়ছে তাতেই বোঝা যাচ্ছে, বাঙালিদের মধ্যে মদ্যপানের অভ্যাস দিনকে দিন বাড়ছে। রাজ্য সরকারের আয়ের সবথেকে বড় উৎস হলো মদ বিক্রি। মদ বিক্রির নিরিখে কলকাতা বরাবরই এগিয়ে থাকলেও জেলাগুলিও খুব একটা কম যায় না। ২০২৩ সালে দুর্গাপুজোর সময় পাঁচদিনে জেলাগুলির মধ্যে বেশি মদ বিক্রি হয়েছিল ঝাড়গ্রাম জেলায়। টাকার অঙ্কে যার পরিমাণ ছিল ৪ কোটি ১৮ লক্ষ টাকা। তবে ক্রিসমাস ফেস্টিভ্যালে জেলাগুলিকে পিছনে ফেলে দিয়েছে কলকাতা।

  • Link to this news (এই সময়)