• সাঁতরাগাছি ব্রিজে দুর্ঘটনা, মৃত্যু চিকিৎসকের
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৫
  • পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক চিকিৎসকের। মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি ব্রিজে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শুভাশিস ঘোষ (৪০)। তিনি অ্যানাস্থেটিস্ট ছিলেন, বাড়ি হুগলির উত্তরপাড়ায়। তিনি হাওড়ার একাধিক নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলেন। এ দিনও চিকিৎসার কাজেই বেরিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ঠিক কী ভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

    স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে তিনি যখন উলুবেড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোম থেকে বাইকে চেপে অন্য একটি হাসপাতালে যাচ্ছিলেন। সেই সময়ে সাঁতরাগাছি ব্রিজে দুর্ঘটনা ঘটে। একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা মারলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারেন। তাতেই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই গুরুতর জখম হন ওই চিকিৎসক। তাঁর মাথায় এবং বুকে আঘাত লাগে।

    তাঁকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন এবং তাঁর-সহ কর্মীরা ছুটে যান হাওড়া হাসপাতালে। সূত্রের খবর, ওই চিকিৎসকের স্ত্রী এবং এক শিশু পুত্র আছে।

    হাসপাতাল এসেছিলেন প্রতিবেশী দিলীপ পাচাল। তিনি বলেন, ‘শুভাশিস খুব ভালো মানুষ ছিলেন, চিকিৎসক হিসেবেও তাঁর যথেষ্ট সুনাম ছিল। এ ভাবে চলে যাবে ভাবিনি। ওঁর একটা ১১ বছরের বাচ্চা ছিল। কী হয়ে গেল!’

  • Link to this news (এই সময়)