অর্জুন সিংয়ের পর এ বার তাঁর পুত্র পবন সিংকেও তলব সিআইডির। পুরোনো একটি মামলায় বুধবার ভবানী ভবনে তলব করা হয়েছে। পবন অবশ্য জানান, বুধবার অন্য একটি মামলায় ব্যাঙ্কশাল কোর্টে তাঁর হাজিরা আছে। তাই ভবানী ভবনে যেতে পারবেন না। অন্য দিকে বুধবারই আরেকটি মামলায় অর্জুন সিংকেও তলব করে নোটিস পাঠিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।
পবন সিংকে কোন মামলায় তলব?
পবন জানান, ভাটপাড়া পুরসভার একটি টেন্ডার মামলায় ডাকা হয়েছে তাঁকে। পবনের কথায়, ‘২০১৯-এর আগের কেস এটা। এর আগে ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগ আমাকে ডেকেছিল। এর পর সিআইডি কেসের তদন্ত করছে। বাবাকে ডেকেছে, এ বার আমাকেও ডাকাডাকি করবে। এ সব হেনস্থা করার জন্য,বিরোধী রাজনীতি করি বলে।’ অর্জুন সিং জানান, ভাটপাড়া পুরসভাই রাজ্যের মধ্যে প্রথম ই-টেন্ডার চালু করে। ই-টেন্ডার কে, কোথা থেকে জমা দিচ্ছে, তা তো কর্তৃপক্ষের দেখা সম্ভব নয়। অথচ ২০২০ সালে তা নিয়ে মামলা করা হয়েছে। এ দিকে টেন্ডার হয়েছে ২০১৮ সালে।
কেন তলব অর্জুন সিংকে?
বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের ‘অবৈধ বাড়ি’ তৈরির মামলায় অর্জুন সিংকে তলব করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। অভিযোগ, অর্জুন সিং ভাটপাড়ায় পুরপ্রধান থাকাকালীন এই বাড়ি তৈরি হয়। কী ভাবে এই অবৈধ নির্মাণ হল, জানতে চেয়ে বুধবার বিজেপির প্রাক্তন সংসদকে তলব করা হয়েছে। অর্জুন সিং বলেন, ‘এই জমি তো ভাটপাড়া পুরসভারই না। কিছুটা প্রিয়াঙ্কুর নিজের জমি। কিছুটা কারখানা কর্তৃপক্ষের। আগে এখানে রেল লাইন ছিল। সরকারের তো জায়গাই নয়।’
যদিও সেই বক্তব্যকে কটাক্ষ করে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ জানান, ভাটপাড়া পুরসভায় থাকাকালীন অর্জুন সিং যা দুর্নীতি করেছেন, সে সব সামনে আসছে বলে এ সব যুক্তি সাজাচ্ছেন। তদন্তকারীরাই দেখবেন সবটা।