মালদার বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও বাংলাদেশের জনাকয়েক নাগরিকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরের ওই ঘটনা ঘিরে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়াল। মালদা জেলার বৈষ্ণবনগর গ্রামপঞ্চায়েতের সুকদেবপুরে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। অভিযোগ, এই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত সোমবারে। বিএসএফকে বিজিবি বাধা দেয় বলে অভিযোগ। এ নিয়ে একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় (যদিও এই সময় অনলাইন এর সত্যতা যাচাই করেনি)। অন্যদিকে, এ বিষয়ে বিএসএফের এক কর্তা সংবাদমাধ্যমে বলেন, ‘মালদায় এখন আর কোনও সমস্যা নেই। কাঁটাতারের কাজ চলছে। এই কাজে আমাদের কাউন্টার পার্ট আপত্তি তুলেছিল। সেই আপত্তির জবাব আমরা দিয়ে দিয়েছি। এখন সব শান্তিপূর্ণ ভাবেই চলছে।’
ইদানীং বাংলাদেশ থেকে প্রায়ই যুদ্ধ-জিগির শোনা যায়। সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহম্মদ ইউনূস নিজেও দেশবাসীকে বলেছেন, ‘প্রস্তুত থাকতে।’ এই আবহে মালদহের সীমান্তে বিএসএফকে কাটাতাঁর দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি-র বিরুদ্ধে। বিএসএফের সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ করছিল।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সুকদেবপুরের একটি অংশকে বিজিবি বাংলাদেশের অভ্যন্তরের বলে দাবি করতে থাকে। দু’দেশের সীমান্তবর্তী এলাকার লোকজন এসে স্লোগান, পাল্টা স্লোগান দিতে শুরু করেন।
এ পার থেকে সমস্বরে শোনা যায়, ‘বন্দে মাতরম’, ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি। এরই মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় বলে খবর। পিছু হঠতে হয় বিজিবিকে। ফের শুরু হয় কাঁটাতারের কাজ। জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছিল৷ তাতে কাজ বন্ধ হয়ে গিয়েছিল৷ তবে সেই সমস্যা মিটে গিয়েছে৷