ফুরফুরা শরীফে অনুষ্ঠিত হল ফুটবল প্রতিযোগিতা, বিজয়ী হল কোন দল?...
আজকাল | ০৮ জানুয়ারি ২০২৫
মিল্টন সেন, হুগলি: শীতের মরশুমে অনুষ্ঠিত হয়ে হল ফুটবল প্রতিযোগিতা। সোমবার ফুরফুরা ইয়ং মেনস এ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্লাবের ময়দানে অনুষ্ঠিত হল ৪৯ তম দিবারাত্রি ব্যাপী ফুটবল প্রতিযোগিতা। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ফুরফুরা ইয়ং মেনস এ্যাসোসিয়েশনের সভাপতি তথা হুগলি জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ সামিম আহমেদ। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জি, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, বিডিও অরিজিৎ দাস, সি আই চন্ডীতলা সন্দীপ গাঙ্গুলি, ওসি অনিল কুমার রাজ, কর্মাধ্যক্ষ শেখ আব্দুর রহিম দুল, সমাজসেবী মারুফ মোল্লা, সমাজসেবী কুতুবউদ্দিন তরফদার, সৈয়দ সাজ্জাদ হোসেন, ক্লাবের সম্পাদক খন্দকার আব্দুল মান্নান ও ক্রীড়া সম্পাদক কাজী হেদায়েতুল্লাহ প্রমুখ।
এই প্রতিযোগিতায় পরিবেশন করা হয় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত। ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে এদিন হাজার হাজার দর্শকের উপস্থিতি ময়দানে উপচে পড়ে। উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা দলের সদস্য অরিত্র ঘোষ ও ইসরাফিল দিওয়ান। টানটান উত্তেজনার মধ্য দিয়ে আট দলের চূড়ান্ত পর্বে ফাইনাল খেলায় জহর স্পোর্টিং ক্লাব, রাজা ফ্যাশন কালেকশনকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী সম্মান অর্জন করে।ছবি: আজকাল