• সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত–বাংলাদেশ সীমান্তে মালদার শুকদেবপুর এলাকায় সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে সোমবার বিকেলে সাময়িক উত্তেজনা তৈরি হয়। কেন্দ্রীয় সরকারের পূর্ত সড়ক বিভাগ, বিএসএফের সহযোগিতায় সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির কাজ করছিল। অভিযোগ, বিজিবির পক্ষ থেকে বাধা আসে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ঘটনার জেরে সাময়িক কাজ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালে দু’‌পক্ষের মধ্যে এক আলোচনার ভিত্তিতে ফের কাজ শুরু হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। 

    সীমান্তে যেই অঞ্চলে এই গোলমালের ঘটনা ঘটে সেই এলাকা মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাংলাদেশে এই জায়গাটি রাজশাহী জেলার শিবগঞ্জ থানার আওতাধীন। জানা যায়, সরকারি নির্দেশ অনুযায়ী ভারতের দিকে যখন বেড়া দেওয়ার কাজ চলছিল তখন ওই অঞ্চলে বিজিবি এসে জানায় এলাকাটি বাংলাদেশের মধ্যে পড়ছে।‌ ফলে বেড়া দেওয়া যাবে না।‌ খবর পেয়ে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা সেখানে জড়ো হন। পাল্টা ভারতের দিকে জড়ো হন ওই এলাকার বাসিন্দারা। সাময়িক বন্ধ রাখা হয় বেড়া দেওয়ার কাজ। 

    মঙ্গলবার সকালে ফের দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা বৈঠকে বসেন। যেখানে বেড়া দেওয়ার কাজ চলছে সেই এলাকা ভারতের। এই বিষয়টি ভারতের তরফে বাংলাদেশকে বুঝিয়ে বলা হয়। এরপর আবার কাজ শুরু হয়।

     

     

     

     

     
  • Link to this news (আজকাল)