আচমকাই গ্যাস বেলুন সিলিন্ডার ফাটল মেলায়, মৃত্যু এক মহিলার, পা উড়ে গেল বেলুন বিক্রেতার
আজকাল | ০৮ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাওড়ায় একটি মেলায় গ্যাস সিলিন্ডার ফেটে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলে এক মহিলার মৃত্যু। আহত বেলুন বিক্রেতা-সহ চারজন। পেঁড়ো থানার হরিসপুর কাছারিতলা এলাকার ঘটনা। মৃত মহিলার নাম বৈশাখী বাগ (৩৫)।
হাওড়া গ্রামীণ পুলিশ এলাকার হরিসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী পূর্ণেন্দু চৌধুরী বলেন, মুলো কালীর বাৎসরিক পুজো উপলক্ষে বিকালে মেলা বসেছিল। সেখানেই গ্যাস বেলুন বিক্রি করছিলেন এক ব্যক্তি। আচমকাই তাঁর গ্যাস বেলুন সিলিন্ডার ফেটে ঢাকনাটা ছিটকে লাগে বৈশাখীর। তিনি কিছুটা দূরে ছিলেন। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। দ্রুত আমতা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে বেলুন বিক্রেতার একটি পায়ের হাঁটু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাঁকে আমতা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়েছে। আহত আরও একজনের চিকিৎসা চলছে আমতায়। দু'জনকে উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে গেলে একজনকে বাড়ির লোক কলকাতার হাসপাতালে নিয়ে যান। অন্যজনের চিকিৎসা চলছে উদয়নারায়ণপুর হাসপাতালে।
এ প্রসঙ্গে পেঁড়ো থানা সূত্রে জানা গিয়েছে, দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মৃত মহিলার বাড়ি পেঁড়ো কলেজ রোড এলাকায়।
এমন মর্মান্তিক দুর্ঘটনায় কালী পুজোর মেলায় মুহূর্তে শোকের ছায়া নেমে আসে। ঘটনার পরেই রক্তে ভেসে যায় এলাকা। ছুটে আসে পেঁড়ো থানার আধিকারিকরা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় শোকের ছায়া।