কালিয়াচক সীমান্তে কাঁটাতার বসাতে গেলে বিএসএফকে বাধা বিজিবি-র, উত্তেজনা
বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মালদহ: বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর আপাতত দায়িত্বে তত্ত্বাবধায়ক সরকার। আর সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলেই চরম আক্রমণ চলছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর। দিনের পর দিন সেই ঘটনায় সামনে আসছে। এবার আরও একটি বেনজির ঘটনা ঘটল মালদহের কালিয়াচকে। ভারত-বাংলাদেশ সীমান্তে ফাঁকা জায়গায় কাঁটাতার বসাতে গেলে বিএসএফকে বাধা দিল বিজিবি। আজ, মঙ্গলবার ঘটেছে ঘটনাটি। এদিন মালদহের কালিয়াচকের সীমান্তে কাঁটাতার বসাতে গেলে বিএসএফকে বাধা দেয় বিজিবি। সঙ্গে ওপার থেকে লাগাতার শোনা গেল ভারত বিরোধী স্লোগান। একইভাবে এপার থেকেও পাল্টা দেওয়া হল বাংলাদেশ বিরোধী স্লোগান। আর এই ঘটনাকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা। উত্তপ্ত হয়ে উঠল ভারত-বাংলাদেশ সীমান্ত। আজ, মঙ্গলবার বিএসএফকে সঙ্গে নিয়ে মালদহের কালিয়াচক -৩ নং ব্লকের বাতরাবাত গ্রাম পঞ্চায়েতের সুকদেবপুর সীমান্তে কাঁটাতার বসানোর কাজ শুরু করে সিপিডব্লুডি। অভিযোগ, বিষয়টি দেখতে পেয়েই সেই কাজে বাধা দেয় বিজিবি। তারা ওই জায়গাটিকে বাংলাদেশের বলে দাবি করে। বিজিবি জওয়ানরা বিএসএফ এবং সিপিডব্লুডিকে বাধা দিতেই বাংলাদেশের চাপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ গ্রামের বাসিন্দারাও সীমানার কাছাকাছি চলে আসে। সীমানার কাছে এসে বাংলাদেশের হয়ে স্লোগান দিতে শুরু করে তারা। এই পরিস্থিতিতে এপারের গ্রামবাসীরাও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে শুরু করে। দুই দেশের সীমানা লাগোয়া গ্রামে এহেন পরিস্থিতির ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।