বিধান সরকার: 'কংগ্রেস সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে ছিল বলে, বাংলা থেকে সিপিএমকে সরানো গিয়েছে'। প্রদীপ ভট্টাচার্যের 'প্রায়শ্চিত্ত মন্তব্য'-এ প্রতিক্রিয়া মন্ত্রী ফিরহাদ হাকিমের। তাঁর মতে, 'কারও ভুল হলে কারও ভালো হয়। বাংলার মানুষের ভালো হয়। না হলে কোনওদিন সিপিএম যেত না'।
ঘটনাটি ঠিক কী? রবিবার সোমেন মিত্রের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে দলের প্রবীণ নেতা প্রদীর ভট্টাচার্য বলেন, যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করা হয়, তখন সোমেন মিত্রের ফোন এল। সীতারাম কেশরী বলেছেন, ওকে তোমায় বহিষ্কার করতে হবে। আমি সোমেনকে বলেছিলাম. তুমি কর না। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে, করতে বাধ্য হয়েছিল। আর প্রায়শ্চিত্তটা কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না, এর হাত থেকে আমরা কখন, কীভাবে নিস্তার পাব'।
এদিকে এই মন্তব্যকে ঘিরেই এখন রীতিমতো তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে। কংগ্রেসের অন্দরেও যখন বিতর্কে ঝড় ওঠেছে, তখন প্রদীপ ভট্টাচার্যের 'প্রায়শ্চিত্ত মন্তব্য'-কে কার্যত শিলমোহর দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফিরলেন তিনি। হাওড়া ডুমুরজলায় সাংবাদিকের প্রশ্নের উত্তরে মমতা বলেন, 'ঠিক বলেছেন'।
নিজের মন্তব্যে অনড় প্রদীপও। তিনি বলেন, 'সেদিন যা ঘটেছিল, সেটারই ব্য়াখ্যা দিয়েছি। সেই ব্য়াখ্যার মধ্যে যে সত্যতা আছে, আমি নিজের চোখে দেখেছি, নিজে কানে শুনেছি। তাই কর্মীদের কাছে ব্য়াখ্যা দিয়েছি। এটা যাঁরা সমর্থন করছেন, করতে পারেন। করছে না, না করতে পারেন। তাঁদের অভিপ্রায়'।