• তাপমাত্রা ধপ করে ১০ ডিগ্রির নীচে নেমে যাবে! ক'দিন পরেই আসছে হাড়-কাঁপানো ঠান্ডা...
    ২৪ ঘন্টা | ০৮ জানুয়ারি ২০২৫
  • অয়ন ঘোষাল: এসে গেল মঙ্গলবারের বিকেলের আবহাওয়া। জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের ডিরেক্টর হাবিবুর রহমান বিশ্বাস। কী বললেন? বললেন, কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা কমবে। হালকা শিলাবৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা। হালকা বৃষ্টিরও সম্ভাবনা। আগামী শুক্রবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

    জানা গিয়েছে, কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কমবে ৫০ মিটারের কাছাকাছি। দক্ষিণবঙ্গে মাঝারি কুয়াশা। বেশি কুয়াশার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায়। উত্তর ও দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা খুব সকালের দিকে।

    মঙ্গলবার রাতে বা বুধবার সকালের দিকে হালকা শিলাবৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং উত্তরের উঁচু পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বাকি আর কোনও জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

    কাল ও পরশু পরপর দুদিন তাপমাত্রা কমবে।‌ পারদ নামায় ফিরবে শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে। আগামী আটচল্লিশ ঘণ্টায় এই তাপমাত্রা কমার সম্ভাবনা। তবে কনকনে ঠান্ডা বা জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই।

    কলকাতায় বুধবার সকালের দিকে হালকা কুয়াশা সম্ভাবনা। বুধবার দু ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। বৃহস্পতিবারে আরো এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। শুক্রবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

    আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে।পশ্চিমের জেলায় পারদ ১০ ডিগ্রির নীচে নামবে বেশ কিছু জেলায়। তবে ৫ দিন পরে ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। তবে ফের পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে ৪/৫ দিন পর তাপমাত্রা আরও এক দফায় বাড়তে পারে।

  • Link to this news (২৪ ঘন্টা)