জি ২৪ জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজনৈতিক মহলে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। কংগ্রেসে অন্দরেও যখন বিতর্কে ঝড় ওঠেছে, তখন প্রদীপ ভট্টাচার্যের 'প্রায়শ্চিত্ত মন্তব্য'-কে কার্যত শিলমোহর দিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মতে, 'ঠিক বলেছে'।
ঘটনাটি ঠিক কী? রবিবার সোমেন মিত্রের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে দলের প্রবীণ নেতা প্রদীর ভট্টাচার্য বলেন, যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করা হয়, তখন সোমেন মিত্রের ফোন এল। সীতারাম কেশরী বলেছেন, ওকে তোমায় বহিষ্কার করতে হবে। আমি সোমেনকে বলেছিলাম. তুমি কর না। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে, করতে বাধ্য হয়েছিল। আর প্রায়শ্চিত্তটা কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না, এর হাত থেকে আমরা কখন, কীভাবে নিস্তার পাব'।
এদিকে নিজের মন্তব্যে এখনও অনড় প্রদীপ। তিনি বলেন, 'সেদিন যা ঘটেছিল, সেটারই ব্য়াখ্যা দিয়েছি। সেই ব্য়াখ্যার মধ্যে যে সত্যতা আছে, আমি নিজের চোখে দেখেছি, নিজে কানে শুনেছি। তাই কর্মীদের কাছে ব্য়াখ্যা দিয়েছি। এটা যাঁরা সমর্থন করছেন, করতে পারেন। করছে না, না করতে পারেন। তাঁদের অভিপ্রায়'।
দু'দশক পার। প্রদেশ সভাপতি তখন সোমেন মিত্র। ১৯৯৭ সালে মমতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কংগ্রেস। এরপর নতুন দল গড়েন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। ১৯৯৮ সালের ১ জানুয়ারি আত্মপ্রকাশ করে তৃণমূল কংগ্রেস। ২০০১ সালে কংগ্রেসের সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়েন মমতা। পরে আবার সেই জোট ভেঙেও যায়।
২০০৮ সালে কেন্দ্রে মনমোহন সিংয়ের সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় বামেরা। ফের কংগ্রেস সঙ্গে হাত মেলান মমতা। এরপর ২০০৯ সালে লোকসভা ভোটে, এমনকী, ২০১১ সালের বিধানসভা ভোটে কংগ্রেস-তৃণমূল জোট হয়েছিল। বস্তুত, কংগ্রেসকে সঙ্গে নিয়ে প্রথমবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন মমতা। কিন্তু সেই জোট স্থায়ী হয়েছিল বছর খানেকের একটু বেশি। রাজ্যস্তরে কংগ্রেস ও তৃণমূলের জোট আর হয়নি।