• জলঙ্গিতে ঘাসের বস্তায় বাংলাদেশ থেকে সোনা পাচারে চেষ্টা, ধৃত ১
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ডোমকল: পরনে লুঙ্গি আর গেঞ্জি। মাথায় গামছা ও গবাদি পশুকে খাওয়ানোর জন্য ঘাসের বস্তা। দেখলে মনে হবে, গ্রামের নিরীহ ছাপোষা একজন চাষি। কিন্তু সেই বস্তাতেই লুকানো ছিল ৪৬৬ গ্রাম সোনার বিস্কুট ও কয়েন। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সেই সোনা উদ্ধার করেন। সোমবার বিকেলে সীমান্তের দিক থেকে চাষির বেশে আসা ওই যুবকের কাছ থেকে ওই সোনা বাজেয়াপ্ত করে বিএসএফের ১৪৬ ব্যাটেলিয়নের জলঙ্গির চরভদ্রা বিওপি ক্যাম্পের জওয়ানরা। বিএসএফ জানিয়েছে, ধৃতের নাম নইম শেখ। তার বাড়ি জলঙ্গির উদয়নগর খণ্ড কলোনিতে। ধৃতের কাছে থেকে বাজেয়াপ্ত হওয়া সোনার বাজারদর প্রায় ৩৭লক্ষ টাকা। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাজেয়াপ্ত সোনা সহ ধৃতকে করিমপুরের শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।


    শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই উত্তাল বাংলাদেশ। সম্প্রতি অবস্থার চরম অবনতি হয়েছে। অশান্তির শিকার হয়ে অনেকেই বাংলাদেশ ছেড়ে লুকিয়ে ভারতে চলে আসছে। সুযোগ নিচ্ছে চোরা কারবারিরাও। এই অবস্থায় অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনীকে। মাসখানেক আগেই একেবারে জিরো পয়েন্টে সরে গিয়েছে বিএসএফ। সেখানেই পাহারা দিচ্ছে জওয়ানরা। বাংলাদেশ থেকে চরভদ্রা বিওপি এলাকা দিয়ে সোনা পাচার হবে বলে সোমবার গোপন সূত্রে খবর পান বিএসএফ আধিকরিকরা। সোর্স ইনপুট পেয়ে তৎক্ষণাৎ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিশেষ টহলদারির টিম পাঠান। পাশপাশি অন্যান্য জওয়ানদের সতর্ক ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। বিকেলের দিকে সীমান্তের দিক থেকে মাথায় ঘাসের বস্তা নিয়ে আসতে দেখা যায় ওই যুবককে। অন্যান্য চাষির মতো তাকেও তল্লাশি চালানো হয়। প্রথমে ধৃতের শরীরে তল্লাশি চালিয়ে কিছু পাননি জওয়ানরা। তল্লাশি চলাকালীন তার চোখমুখ দেখে কিছুটা সন্দেহ হয় জওয়ানদের। এরপর তাকে জিজ্ঞাসাবাদ চালাতেই কথায় অসঙ্গতি ধরা পড়ে। মাথায় থাকা বস্তার ঘাস মাটিতে ছড়াতেই সেখানে লুকিয়ে রাখা তিনটি সোনার বিস্কুট ও একটি সোনার কয়েন উদ্ধার হয়। ধৃত সোনা পাচারের বিষয়টি স্বীকার করেছে। বিএসএফের প্রশ্নের মুখে ধৃত যুবক জানায়, সে বিস্কুটগুলি বাংলাদেশ থেকে এদেশের চাঁইদের কাছে পৌঁছে দেওয়ার বরাত পেয়েছিল। 
  • Link to this news (বর্তমান)