বামুনাড়ায় নষ্ট হচ্ছে ৩ কোটি ব্যয়ে নির্মিত মার্কেট কমপ্লেক্স
বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, মানকর: কাঁকসা ব্লকের বামুনাড়া এলাকায় একটি মার্কেট কমপ্লেক্স দীর্ঘদিন ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ বলেন, কয়েক কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল ভবনটি। কিন্তু আজও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সেটি। সম্প্রতি বিজেপির পক্ষ থেকে ভবনটি চালু করার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। কাঁকসা ব্লক প্রশাসন সূত্রে জানা যায়, পশ্চিম বর্ধমানের জেলাশাসক সহ জেলা পরিষদের সভাপতি মার্কেট পরিদর্শন করে গিয়েছেন। সীমানা পাঁচিলও দেওয়া হয়েছে।
বর্ধমান জেলা তখনও ভাগ হয়নি। ২০০৮ সালে অবিভবক্ত বর্ধমান জেলা পরিষদের তরফে নাবার্ডের আর্থিক সহায়তায় বামুনাড়ায় এই মার্কেট কমপ্লেক্সটি তৈরি হয়েছিল। স্থানীয়রা ভেবেছিলেন, মার্কেট চালু হলে অনেক ছেলের কর্মসংস্থান হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, মার্কেটের নির্মাণে তখনকার দিনে প্রায় তিন কোটি টাকা খরচ হয়েছিল। লক্ষ্য ছিল, স্থানীয় বেকার যুবকরা মার্কেট কমপ্লেক্সের ঘর ভাড়া নিয়ে ব্যবসা করবেন। ঠিক হয়েছিল, মার্কেটের ঘরগুলি লটারির মাধ্যমে বিলি করা হবে। কয়েকজন ব্যবসায়ী ঘরের জন্য টাকাও দিয়েছিলেন। কিন্তু আজও ঘর পাননি। দীর্ঘদিন ধরে মার্কেট চালু না হওয়ায় অনেকেই সামনের জায়গা নিজেদের প্রয়োজনে ব্যবহার করছিল। ফলে মার্কেটের জায়গা দখল হয়ে যাওয়ার সম্ভবনা ছিল। তবে জেলা পরিষদের পক্ষ থেকে ১১ লক্ষ ৯০ হাজার টাকা খরচ করে সীমানা পাঁচিল দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, অনেকদিন ধরে পড়ে থাকার ফলে ভবনের রং চটে যাচ্ছে। জানলার কাঁচ ভেঙে যাচ্ছে। সম্প্রতি বিজেপির পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন মহলে ভবন চালু করার জন্য আবেদন করা হয়েছে। বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, বামুনাড়া এখন শিল্পাঞ্চল। এলাকায় তিন থেকে চার লক্ষ মানুষ বসবাস করে। দশ বছরেরও বেশি সময় ধরে এই ভবন বন্ধ হয়ে রয়েছে। এই ভবন চালু করলে এলাকার বহু বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে। অথচ সেদিকে সরকারের নজর নেই। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি বলেন, মাসিক একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে একটি ব্যাঙ্ক ওই ভবন নেবে। জেলায় পড়ে থাকা অন্যান্য মার্কেটগুলিও চালুর বিষয়ে নজরদেওয়া হচ্ছে।