জয়দেবে হাঁটুজলে নয়, কোমরজলে এবার স্নান করতে পারবেন পুণ্যার্থীরা
বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, বোলপুর: মকর সংক্রান্তিতে জয়দেবে অজয় নদে এবার হাঁটুজলে নয়, কোমরজলে পুণ্যস্নান করতে পারবেন পুণ্যার্থীরা। তার জন্য অভিনব উদ্যোগ নিয়েছে ইলামবাজার ব্লক প্রশাসন। প্রতি বছর জয়দেব মেলায় লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। পুণ্যলাভের আশায় জয়দেব সংলগ্ন অজয় নদে পুণ্যার্থীরা স্নান করেন। কিন্তু শীতকালে অজয় নদে জলস্তর হাঁটুর নীচে নেমে যায়। ফলে পুণ্যার্থীদের কাদা-বালি মাখা জলে স্নান করতে খুব সমস্যা হয়। এবছর তাঁরা যাতে স্বচ্ছন্দে স্নান করতে পারেন সেজন্য এখন থেকেই নদের জল বেঁধে রাখার পাশাপাশি হিংলো জলাধার থেকে জল ছাড়তে বলা হয়েছে বলে জানিয়েছেন ইলামবাজারের বিডিও অনির্বাণ মজুমদার। প্রশাসনের এই উদ্যোগে খুশি বাউল-ফকির সহ মেলায় আসার জন্য অপেক্ষা করা পুণ্যার্থীরা। পাশাপাশি মেলায় এবছরই প্রথম অনলাইনে স্টল বুকিং শুরু হয়েছে।
মকর সংক্রান্তি উপলক্ষ্যে প্রতি বছর ইলামবাজার থানার জয়দেবে ঐতিহ্যবাহী জয়দেব-কেন্দুলি মেলা শুরু হয়। এবছর ১৩ জানুয়ারি থেকে মেলা শুরু হবে। চলবে তিনদিন। মূলত, পুণ্যস্নানের পর জয়দেবের রাধাবিনোদ মন্দিরে ভক্তরা পুজো দেন। তারপর মেলা প্রাঙ্গণের আখড়াগুলিতে বাউল ও কীর্তনে ভক্তরা মেতে ওঠেন। লাখো মানুষের সমাগম হলেও নদীবক্ষে প্রতি বছর জল হাঁটুর নীচেই থাকে। ফলে পুণ্যস্নানে এসে ভক্তরা সমস্যায় পড়েন। গতবছর বিষয়টি পর্যবেক্ষণ করেছিলেন বিডিও। তিনি বলেন, এবার যাতে পুণ্যার্থীদের সেই সমস্যা না হয় তারজন্য ইতিমধ্যেই অজয় নদের জল বেঁধে রাখা হয়েছে। পাশাপাশি, পুণ্যস্নানের আগে হিংলো জলাধারকে পর্যাপ্ত জল ছাড়ার জন্য বলা হয়েছে।
মেলার পরিকাঠামোর বিষয়ে তিনি বলেন, গতবার ৫৬০টি স্টল ছিল। এবার তা বাড়িয়ে ৬০০টি করা হয়েছে। অনিয়ম রুখতে ব্লক প্রশাসনের তরফে এবার প্রথম অনলাইনে স্টল বুকিং শুরু হয়েছে। ইতিমধ্যেই ৫০৪টি স্টল বুকিং করেছেন ব্যবসায়ীরা।
মেলার সব দিক খতিয়ে দেখতে সোমবার বোলপুরে প্রশাসনিক বৈঠক করেন মহকুমা শাসক অয়ন নাথ। সেখানে মেলার পরিকাঠামো, দর্শনার্থীদের নিরাপত্তা প্রভৃতি নিয়ে আলোচনা হয়। নজরদারি চালাতে মেলা প্রাঙ্গণের বিভিন্ন প্রান্তে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার বসানো হবে। গতিবিধি নজরে রাখতে ওড়ানো হবে ড্রোনও। গতবছর মেলায় ২৫০টি আখড়া বসেছিল। এবছর সেই সংখ্যা আরও বাড়বে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।