• শীতের সকালে ৬ ঘণ্টা বিদ্যুৎহীন বহরমপুর, ক্ষোভ
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ছ’ঘণ্টা ধরে লোডশেডিংয়ে নাজেহাল হলেন বহরমপুরের শহরের একাংশের বাসিন্দারা। বুধবার সকাল ৬টা থেকে প্রায় ১২টা পর্যন্ত বহরমপুরের রানিবাগান সহ বেশকিছু এলাকায় বিদ্যুৎ ছিল না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায়ই সকালে দীর্ঘক্ষণ লোডশেডিং থাকছে না এলাকায়। তাতে খুবই সমস্যা হচ্ছে। রবিবার সকালেও দীর্ঘক্ষণ লোডশেডিং ছিল এলাকায়।


    যদিও বিদ্যুৎদপ্তরের দাবি, একটি কেবল বদলানোর জন্য দীর্ঘক্ষণ পাওয়ার বন্ধ রাখতে হয়েছে। বহরমপুরের বিদ্যুৎ বণ্টন দপ্তরের এক আধিকারিক বলেন, এলাকায় পাওয়ার বন্ধ রাখা হবে বলে এলাকায় আগেই মাইকিং করা হয়েছে। ওখানকার একটি কেবল ফেটে গিয়েছিল। সেটি পাল্টানোর জন্য এদিন দীর্ঘক্ষণ বিদ্যুৎ ছিল না। সকাল থেকে বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েন অনেকে। রানিবাগানের বাসিন্দা তথা এক সরকারি অফিসের কর্মী সমাদৃতা পাল বলেন, শীতের সকালে দীর্ঘক্ষণ লোডশেডিং থাকায় খুব অসুবিধা হয়। মোবাইলের লাইট জ্বালিয়ে রান্না করতে হয়েছে। সাধারণত এত দীর্ঘক্ষণ লোডশেডিং থাকে না। রবিবারও একই সমস্যা হয়েছিল। ছুটির দিনে এসব কাজ করা দরকার। তা না করলে বহু মানুষের সমস্যা হয়। শহরের ইন্দ্রপ্রস্থের বাসিন্দা অলোক রায় বলেন, আমাদের এদিকেও বেশ কিছুক্ষণ বিদ্যুৎ ছিল না। শীতের সময় দিনের বেলায় বিদ্যুৎ না থাকলে খুব একটা অসুবিধা হয় না। তবে এখন ফ্ল্যাটে একেবারে আলো ঢোকে না। লাইট জ্বালিয়ে রান্নাবান্না করতে হয়। লোডশেডিং থাকায় অফিস বেরতে দেরি হয়ে যায়। রানিবাগানের বাসিন্দা সমরেশ সেন বলেন, বাড়িতে বয়স্ক মা-বাবা রয়েছে। সকালের দিকে স্নান করেন। বিদ্যুৎ না থাকায় জল গরম করতে পারিনি। যতই আগে থেকে ঘোষণা করা হোক না কেন, দীর্ঘক্ষণ বিদ্যুৎ বন্ধ রাখলে সকলের সমস্যা হয়। তিন মাস অন্তর ১০-১২ হাজার টাকা করে বিল দিতে হয়। বিদ্যুতের মাশুল বাড়ছে অথচ পরিষেবা মিলছে না।
  • Link to this news (বর্তমান)