সংবাদদাতা, পুরাতন মালদহ: ছ’মাসের বেশি সময় পুরাতন মালদহ শহরের ঋষি অরবিন্দ শিশুপার্ক বন্ধ। বিকেল হলেও পার্কটি তালাবন্ধ থাকে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকার শিশুরা পার্কের মনোরম পরিবেশে আনন্দ করতে পারছে না বলে অভিভাবকেরা আক্ষেপ করছেন। তাঁদের দাবি, ১০ বছরের বেশি আগে শহরের ১৪ নম্বর ওয়ার্ডে পার্কটি তৈরি করা হয়। টিকিট ছাড়াই শিশুরা ওই পার্কে ঢুকতে পারত। সম্প্রতি পার্কটি সংস্কার করে একাধিক শেড দেওয়া হয়েছে। ঝোপঝাড় সাফ করার পর দেওয়াল রং করে বিভিন্ন ফল, কার্টুন, মনীষীদের বাণী লেখা হয়। দোলনা, বিভিন্ন খেলনা দিয়ে পার্ক সাজানোর পরও সেসব ব্যবহার না করতে পারায় ক্ষোভ ছড়াচ্ছে এলাকায়।
সংলগ্ন এলাকার বাসিন্দা বিনয় সরকার বলেন, দীর্ঘদিন পার্ক কেন খোলা হচ্ছে না, আমরা কিছুই জানি না। আরও এক বাসিন্দা মান্তু ঘোষ আক্ষেপ করে বলেন, আমাদের ওয়ার্ড খুবই ছোট। স্থানীয় কাউন্সিলারের এলাকা ঘুরে দেখা উচিত্ কোথায় কী কী পরিষেবার খামতি রয়েছে। পুরসভার গাফিলতির জন্য এতদিন পার্ক খোলা হয়নি।
১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিনতি ঘোষ বলেন, পার্ক বেহাল ও বাউন্ডারি ওয়াল ছোট ছিল। পুরসভার উদ্যোগে পার্কের ভোল পাল্টে গিয়েছে। ওয়ালের উপরে উঁচু গ্রিল দেওয়া হয়েছে। খেলনা থেকে শুরু করে অনেক কিছু যুক্ত হয়েছে। সম্প্রতি কার্নিভাল সহ নানা অনুষ্ঠানের জন্য খোলা হয়নি। নবরূপে উদ্বোধন করে দ্রুত পার্ক চালু করা হবে।