• চাকরি না পেয়ে অঙ্গনওয়াড়িতে হামলা, কর্মীকে মারধরে গ্রেপ্তার
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: প্রথমে আইসিডিএস সেন্টারে হামলা। পরে এক কর্মীকে মারধর। মঙ্গলবার ময়নাগুড়িতে এক যুবকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে খাগড়াবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের সুকান্ত কলোনিতে।  ৪৩৬ নম্বর আইসিডিএস সেন্টারের আক্রান্ত কর্মী দুপুরে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই মতো তদন্তে নেমে ময়নাগুড়ি থানা অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার কঠোর শাস্তির দাবি করেছেন আক্রান্ত মহিলা। ঘটনার নিন্দা জানিয়েছেন খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান  বাবলু রায়।


    অভিযোগ, মঙ্গলবার হঠাত্ই আইসিডিএস সেন্টারে ঢোকেন অভিযুক্ত ঝুলন রায়। তারপর সেন্টারের সরকারি খাতা ও কাগজপত্র তছনছ করে। এরপর সেগুলি সেন্টারের বাইরে ফেলে দেন। তা দেখে প্রতিবাদ করতে যান সেন্টারের কর্মী লাবণ্য সরকার। তাঁর অভিযোগ, ঝুলন তাঁকে চুলের মুঠি ধরে মারধর করেছেন। এই ঘটনা দেখে সহায়িকা ঝুমকা মণ্ডল এগিয়ে আসেন। তাঁকেও ধাক্কা মারেন অভিযুক্ত। তিনি কোনওভাবেই বাড়ির উপর সেন্টার বসাতে দেবেন না বলে দাবি করেছেন। 


    প্রায় ১৩ বছর আগে ঝুলন রায়ের বাড়ির জমিতে একটি আইসিডিএস সেন্টার গড়ে তোলা হয়। এই সেন্টার নির্মাণের জন্য ঝুলন রায়ের পরিবারের জমি দিলেও বাড়ির একজনেরও চাকরি হয়নি বলে অভিযোগ। আর তাতেই ক্ষিপ্ত ঝুলন। আগেও তিনি সেন্টারে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। প্রশাসনিক কর্তারা  এসে সেই তালা খুলে দেন। সেই রাগ মনে জমিয়ে রেখে এবার তিনি ওয়ার্কারকেই মারধর করে বসেছেন।  


    তবে অভিযুক্ত ঝুলন রায় সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আইসিডিএস সেন্টার তৈরির সময় চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর স্ত্রী এখনও সেখানে চাকরি পাননি। তাই তিনি বাড়িতে সেন্টার চলতে দিতে রাজি নন। এদিন কাউকে মারধর করা হয়নি বলে দাবি তাঁর। 


    আইসি সুবল ঘোষ বলেন, সরকারি কর্মীর উপর হামলার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।
  • Link to this news (বর্তমান)