• বাংলা আবাস যোজনার টাকা পেয়ে বাড়ির কাজে হাত দিলেন পিঙ্কি
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বাগডোগরা: ৩০ বছরের সংসারে কখনও পাকা বাড়িতে থাকিনি। ‘দিদি’র বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিয়ে বাড়ি তৈরি করছি। আপ্লুত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন বাগডোগরার পিঙ্কি। 


    নকশালবাড়ি ব্লকের লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের ভুজিয়াপানির বাসিন্দা পিঙ্কি সিং। বাংলার বাড়ি প্রকল্পের টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্প্রতি ঢুকেছে। পিঙ্কির স্বামী অজিত সিং খাটাল থেকে দুধ সংগ্রহ করে সেই দুধ বাড়ি বাড়ি বিক্রি করেন। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে টিনের ঘরে বাস করেন ৩০ বছর ধরে। পাকা বাড়ি হবে, সেই স্বপ্ন থাকলেও উপায় ছিল না। পরিবারের যা উপার্জন তাতে সন্তানদের পড়াশোনা, পরিবারের খরচ দিয়ে আর টাকা জমে না। তাই পাকা বাড়ি, শুধুই স্বপ্ন ছিল। এবার মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে বেজায় খুশি গোটা পরিবারটি। 


    ইতিমধ্যেই পিঙ্কির ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকেছে। সেই টাকা দিয়ে পুরনো টিনের ঘর ভেঙে পাকা ঘর বানানোর কাজে নেমেছেন। মঙ্গলবার এ জন্য মিস্ত্রি ডেকে মাপজোখ করেছেন। পিঙ্কি বলেন, স্বপ্ন ছিল পাকা বাড়িতে থাকব। তবে সংসারের টানাপোড়েনের মধ্যে কখনও পাকা বাড়ির জন্য টাকা জমাতে পারিনি। যা পেয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই পেয়েছি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাই। দ্রুত কাজ শেষ করে পাকা বাড়িতে থাকব স্বামী-সন্তান নিয়ে। 


    এদিকে, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মমতা বর্মন জানান, পরিবারটিকে অনেকদিন ধরেই দেখে আসছি। ওরা বাড়ি পাওয়ার উপযুক্তই ছিল। বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছে। যাতে সঠিকভাবে কাজ হয় এবং সরকারি নিয়ম মেনে কাজ করা হয় তারজন্য আমরা সবরকম সহায়তা করছি। কোনও দালাল চক্র যাতে ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখতে বলেছি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)