• মাটিগাড়ায় সরকারি জমিতে তৈরি রিসর্ট সিল প্রশাসনের
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বাগডোগরা: মাটিগাড়ায় সরকারি জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে একটি রিসর্ট। সেই রিসর্ট মঙ্গলবার সিল করে দেয় প্রশাসন। মাটিগাড়া ব্লকের অন্তর্গত চম্পাসরি গ্রাম পঞ্চায়েতের কড়াইবাড়ি মৌজায় রিসর্ট তৈরি হয়েছে বলে খবর পান মাটিগাড়া ব্লক প্রশাসনের আধিকারিকরা। এরপর এদিন এলাকায় গিয়ে রিসর্টের গেটে তালা মেরে সিল করে দেওয়া হয়। এছাড়াও মহকুমা শাসকের দেওয়া নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই রিসর্টে। 


    ভূমিদপ্তরের আধিকারিক ও পুলিস প্রশাসনকে নিয়ে মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস এদিন অভিযান চালিয়ে রিসর্টটি সিল করেন। বিডিও বলেন, ওই এলাকায় অবৈধভাবে সরকারি জমি দখল করে রিসর্ট তৈরি হয়েছে বলে আমাদের কাছে খবর আসে। সেইমতো এলাকায় গিয়ে দেখতে পাই ৩৪ ডেসিমিল সরকারি জমির ওপর একটি রিসর্ট গড়ে উঠেছে। এদিন রিসর্টের গেটে তালা মেরে সিল করে দিয়ে এসেছি। তবে ঘটনাস্থলে রিসর্টের কোনও লোকজনের দেখা পাওয়া যায়নি। কীভাবে সরকারি জমি দখল করে রিসর্ট তৈরি হল, তা খতিয়ে দেখা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)