নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিজি হাসপাতালে প্রথম রোবটিক টোটাল নি রিপ্লেসমেন্ট হল মঙ্গলবার। এখানকার অর্থোপেডিক বিভাগের চিকিৎসকদের পরিচালনায় প্রায় দু’ঘণ্টার চেষ্টায় রোবটের অংশগ্রহণে অপারেশনটি সম্পন্ন হয়। এভাবে কবিতা অধিকারী (নাম পরিবর্তিত) নামে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক বৃদ্ধার বাম হাঁটুতে বসল কোবাল্ট ক্রোমিয়াম নির্মিত টাইটেনিয়ামের কোটিং-এর কৃত্রিম ইনপ্ল্যান্ট। বিভাগীয় প্রধান ডাঃ মুকুল ভট্টাচার্য, সহকারী অধ্যাপক ডাঃ অর্ণব কর্মকার সহ পাঁচজন চিকিৎসক এই অস্ত্রোপচারে অংশ নেন। ডাঃ কর্মকার বলেন, বাইরে এই অপারেশনে খরচ পড়ত প্রায় ৩ থেকে সাড়ে ৩ লক্ষ টাকা। এখানে হয়েছে একেবারেই বিনামূল্যে। অস্ত্রোপচারকারী চিকিৎসক দলের দাবি, পিজি হাসপাতালে এই অপারেশন প্রথম হল। রাজ্যের সরকারি ক্ষেত্রে এই ঘটনা হল দ্বিতীয়। চিকিৎসক মহল সূত্রের খরর, হাঁটুর সমস্যার জন্য ওই বৃদ্ধা কোনও কাজই করতে পারতেন না। সবসময় শুয়ে থাকত হতো তাঁকে। অস্ত্রোপচার শেষে তাঁর অবস্থা ছিল স্থিতিশীল। সব ঠিক থাকলে তাঁকে দ্রুত ছুটি দেওয়া হবে।