নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে সম্প্রতি ক্যালকাটা রোয়িং ক্লাবে আয়োজিত হয়েছিল ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস মিট’। এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে শান্তিনিকেতনের পান্থনিবাসে আরও একটি সভার আয়োজন করা হয়েছে। তাতে যোগ দেবেন বিভিন্ন ক্ষেত্রের বিশ্বের ২৫ জনের বেশি শিল্পপতি। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মাত্র কয়েক সপ্তাহ আগে এই সভা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন গোটা পরিকল্পনার অন্যতম সদস্য অর্ণব বসু।