অভয়া মামলার ফের শুনানি আজ, রায়দানের দিন ঘোষণা এসপ্তাহেই
বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার অভয়া মামলায় ফের শুনানি। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই ঘোষিত হতে পারে রায়দানের দিন। মঙ্গলবার সিবিআই সূত্রে এই খবর জানা গিয়েছে। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের তরফে তাঁর কৗঁসুলিরা আজ, বুধবার ফের সওয়াল জবাবে অংশ নেবেন। গত শনিবার এইমর্মে শুনানি শুরু হলেও তা অসমাপ্ত থাকে। সঞ্জয়ের তরফে তাঁর কৗঁসুলিরা আদালতে আর্জি জানান, তাঁদের কিছুটা সময় দেওয়া হোক। এরপরই বিচারক বুধবার শুনানির দিন ধার্য করেন। এদিকে, ইতিমধ্যেই সিবিআই ঘটনার বিষয়ে তাদের বক্তব্য শেষ করেছে। এদিকে, সঞ্জয় ও নির্যাতিতার পরিবারের আইনজীবীদের বক্তব্য শেষ হলেই চলতি সপ্তাহে এই মামলার রায়দানের দিন ঘোষিত হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে, নির্যাতিতার বাবা‑মা প্রথম থেকেই ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ সাজার দাবি জানিয়ে আসছেন। আজ বুধবারও আদালতে মৃতার বাবা‑মায়ের হাজির থাকার কথা।