• ইংরেজি নিয়ে কর্মশালা
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাত্রছাত্রীদের ইংরেজিতে শান দিতে একদিনের কর্মশালা আয়োজন করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মঙ্গলবার এই কর্মশালায় ৬০টি স্কুলের মোট ৩০০ জন ছাত্রছাত্রী যোগ দেয়। এই কর্মশালায় পড়ুয়াদের ব্যাকরণ, শব্দভাণ্ডার এবং বাক্য গঠনের শুদ্ধতার উপরে জোর দেওয়া হয়েছে। রাইটিং স্কিলকে কমিউনিকেশন স্কিলে রূপান্তরের কৌশলও শেখানো হয়েছে। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ভবিষ্যতে অন্তত সাত লক্ষ ছাত্রছাত্রীকে নিয়ে এই কর্মশালা আয়োজনের লক্ষ্য রয়েছে।
  • Link to this news (বর্তমান)