• উত্তেজনা ছড়াল আর আহমেদ ডেন্টাল কলেজে
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরীক্ষায় এক পড়ুয়ার সাপ্লি পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আর আহমেদ ডেন্টাল কলেজে। মঙ্গলবার, ওই পড়ুয়ার বন্ধুবান্ধব সহ কলেজের ছাত্র-ছাত্রীদের একাংশ অধ্যক্ষ তপন গিরিকে ঘিরে তাঁর ঘরের বাইরে বিক্ষোভ দেখান। পড়ুয়াদের অভিযোগ, ওই পড়ুয়া সাপ্লি পাওয়ার মতো পরীক্ষাই দেননি। সাপ্লি পাওয়ার পর ওই ছাত্র রিভিউয়ের জন্য আবেদন জানিয়েছিলেন। রিভিউয়ের পর ওই সাপ্লি পাওয়া পড়ুয়াকে পাশ করানো হয়েছে। তাহলে কেন রিভিউয়ের আগে তাঁকে সাপ্লি দেওয়া হয়েছিল, সেই প্রশ্ন তোলেন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, প্রতিহিংসাপরায়ণ হয়ে এই কাজ করেছিল কলেজ কর্তৃপক্ষ। তাই তাঁরা এদিন অধ্যক্ষের সামনে বিক্ষোভ দেখান।
  • Link to this news (বর্তমান)