• সাগর মেলা শুরুর মাত্র দু’দিন আগে চড়ায় আটকাল ভেসেল
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: মঙ্গলবার সকালে লট নম্বর আট থেকে যাত্রী নিয়ে কচুবেড়িয়া যাওয়ার পথে চড়ায় আটকে যায় একটি ভেসেল। সে সময় মুড়িগঙ্গা নদীতে ভাটা চলছিল। এদিন সকালে ছিল কুয়াশার দাপট। তাই ভেসেল চালক পথ বুঝতে ভুল করেন। দিকভ্রষ্ট হওয়ার কারণে ভেসেলটি চড়ায় আটকে যায়। বেশ কিছুক্ষণ যাত্রী সহ পুণ্যার্থীরা ভেসেলে আটকে পড়েন। পরে বিষয়টি পুলিস জানতে পারে। শেষ পর্যন্ত হারউড পয়েন্ট কোস্টাল থানার তৎপরতায় ভুটভুটি নিয়ে গিয়ে মাঝনদীতে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়।


    তবে মেলা শুরুর দু’দিন আগে এই ঘটনা ঘটায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কয়েক কোটি টাকা ব্যয় করে গত প্রায় এক মাস ধরে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ চলছে। তারপর এই ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা। অভিযোগ, এখনই এই পরিস্থিতি তৈরি হলে, আগামী দিনে ভাটার সময় মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচল করার ক্ষেত্রে আরও কঠিন পরিস্থিতি তৈরি হবে। গুরুদেব পাল নামে সাগরের এক বাসিন্দা বলেন, ‘চড়ায় ভেসেল আটকে গেলে যাত্রীদের সমস্যায় পড়তে হয়। জোয়ার না আসা পর্যন্ত নদীর মাঝখানে ভেসেলের মধ্যে আটকে থাকতে হয়। প্রতিবছরই গঙ্গাসাগর মেলার সময় মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং করা হয়। এ বছরও কয়েক কোটি টাকা ব্যয় করে নদীতে ড্রেজিং করা হচ্ছে। এখনও পর্যন্ত সেই কাজ চলছে। তারপরও দেখা যাচ্ছে ভেসেল পরিষেবা বিঘ্নিত হচ্ছে।’ কাকদ্বীপের মহকুমা শাসক মধুসূদন মণ্ডল বলেন, ‘ওই সময় প্রচণ্ড কুয়াশা ছিল। এছাড়াও ওই ভেসেলের চালক নতুন হওয়ার কারণে নদীর চ্যানেলের বাইরে চলে গিয়েছিলেন। তাই এমন ঘটনা ঘটেছে। মেলার সময় এই সমস্যা হবে না। বার্জ চালিয়ে পরীক্ষা করা হয়েছে।’ -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)