নিজস্ব প্রতিনিধি, বরানগর: জেশপ ও ডানলপ অধিগ্রহণ নিয়ে রাজ্যের বিলে কেন সই করছেন না রাষ্ট্রপতি? এমন একগুচ্ছ প্রশ্ন ও দাবিদাওয়া তুলে কলকাতায় বিক্ষোভ কর্মসূচি করল জেশপ অ্যান্ড কোম্পানি লিমিটেড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে শিয়ালদহ থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত বিক্ষোভ মিছিলের পর পথসভা করে তারা। এরপর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও মুখ্য সচেতক নির্মল ঘোষের কাছে সংগঠনের তরফে দাবিপত্র পেশ করা হয়। সংগঠনের সম্পাদক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জেশপের জমি অবাধে লুট করার চেষ্টা করা হচ্ছে। লোহার সামগ্রী চুরি করা হয়েছে। প্রতিবাদ করায় আমাকে খুনের ষড়যন্ত্র করা হয়েছে। আমি ও জেশপের কর্মীরা বেঁচে রয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করুণায়। কারণ, তিনি মাসিক ভাতার ব্যবস্থা করেছেন। জেশপ ও ডানলপ অধিগ্রহণ বিল এনেছেন। কিন্তু দিল্লি তা আটকে রেখেছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পুনরায় কারখানা খোলা, উৎপাদন শুরু করা, কারখানার জমি জবরদখল থেকে রক্ষার দাবি তুলছি।’ -নিজস্ব চিত্র