• বুড়ুল জেটির গ্যাংওয়ে তড়িঘড়ি মেরামতের পর ফের চালু লঞ্চ  
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: দক্ষিণ ২৪ পরগনার বুড়ুল ফেরিঘাটের জেটির গ্যাংওয়ে মেরামতের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এই কারণে একমাসেরও বেশি সময় হাওড়া জেলার ৫৮ গেট থেকে বুড়ুল লঞ্চ পরিষেবা বন্ধ রয়েছে। ফলে বিপদের ঝুঁকি নিয়ে ভুটভুটি করে নদী পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। ২৭ ডিসেম্বর বর্তমান কাগজে এই খবর প্রকাশ হওয়ার পরেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। তাদের উদ্যোগে দ্রুত বুড়ুল জেটির গ্যাংওয়ে মেরামত করার পর মঙ্গলবার এই নদীপথে ফের লঞ্চ পরিষেবা শুরু হল। এতে খুশি সাধারণ মানুষ। 


    হুগলি নদীপথে অন্যতম একটি ফেরি পরিষেবা হল শ্যামপুরের ৫৮ গেট থেকে দক্ষিণ ২৪ পরগনার বুড়ুলের লঞ্চ। রোজ এই নদীপথে নিত্যযাত্রীদের পাশাপাশি হাওড়া জেলার অন্যতম ৫৮ গেট পর্যটন কেন্দ্রে আসেন পর্যটকরা। আগে এই পথে শুধু ভুটভুটিই চলত। তবে গত বছর মার্চ মাসে ৫৮ গেটে নতুন জেটি উদ্বোধনের পর থেকে এইপথে লঞ্চ পরিষেবা চালু হয়। কিন্তু এরই মাঝে দক্ষিণ ২৪ পরগনার বুড়ুলের দিকের জেটির গ্যাংওয়ে খারাপ হয়ে যায়। ফলে সেটি মেরামত করার জন্য লঞ্চ পরিষেবা বন্ধ রাখতে হয়। এজন্য ফের মানুষকে বিপদের ঝুঁকি নিয়েই ভুটভুটিতে চেপে নদী পারাপার করতে হচ্ছিল।


    অবশেষে বুড়ুলের জেটির গ্যাংওয়ে মেরমত করে নিয়ে আসার পর মঙ্গলবার ফের এই নদীপথে লঞ্চ পরিষেবা শুরু হল। এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি জানান, গ্যাংওয়েটি মেরামত করতে নিয়ে যাওয়ার কারণে সমস্যা হচ্ছিল। মেরামতের পর সেটি এসে যাওয়ায় সমস্যা মিটেছে। অন্যদিকে, ফের লঞ্চ পরিষেবা শুরু হওয়ায় খুশি ঘাটের ইজারাদার জাহির আব্বাস। তিনি জানান, বেশ কিছুদিন লঞ্চ পরিষেবা বন্ধ থাকায় আর্থিক ক্ষতি হচ্ছিল। এখন সেটা অনেকটাই সামাল দেওয়া যাবে।
  • Link to this news (বর্তমান)