সংবাদদাতা, উলুবেড়িয়া: আহত একটি বালিহাঁসকে উদ্ধার করার পর তার শুশ্রূষা করে পরিবেশে ছেড়ে দিলেন পরিবেশকর্মী দেবাশিস সাঁতরা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে উলুবেড়িয়ার বড়গাছিয়া গ্রামের বাসিন্দা অরূপ শী আহত অবস্থায় একটি বালিহাঁসকে পড়ে থাকতে দেখেন। স্থানীয় পরিবেশকর্মী দেবাশিস সাঁতরাকে জানালে তিনি বনকর্মীদের অনুমতি নিয়ে হাঁসটিকে বাড়ি নিয়ে এসে শুশ্রূষা করেন। পরে তিনি হাঁসটিকে পরিবেশে মুক্ত করে দেন। -নিজস্ব চিত্র