• উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, জখম চালক
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: দুর্ঘটনায় আহত হলেন একটি চারচাকা গাড়ির চালক। মঙ্গলবার দুপুরে, ১৬ নম্বর জাতীয় সড়কে, উলুবেড়িয়া থানার মনসাতলা উড়ালপুলের উপরে। জানা গিয়েছে, ওই চারচাকার গাড়িটি কলকাতার বেহালা পর্ণশ্রী থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিল। দুপুর ১টা নাগাদ মনসাতলা উড়ালপুলের উপরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। তার জেরে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির মধ্যেই আটকে পড়েন চালক। স্থানীয় বাসিন্দারা এসে গাড়ির দরজার কাঁচ ভেঙে চালককে উদ্ধার করেন। পরে পুলিসের সাহায্যে তাঁকে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)