এই সময়, ইসলামপুর: আবাসের টাকা জালিয়াতি কাণ্ডে গোয়ালপোখর ১ নম্বর ব্লকের বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী মনজিৎ বিশ্বাস এবং সাইবার ক্যাফের মালিক শুভেন্দু বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযুক্তদের পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ইসলামপুর মহকুমা আদালত।
প্রসঙ্গত ট্যাব জালিয়াতি কাণ্ডে সাম্প্রতিক সময়ে চোপড়া এবং ইসলামপুর থেকে সব চেয়ে বেশি দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অনুমান করা হয়েছিল, পুলিশের সেই তৎপরতায় দুষ্কৃীতীরা কিছুটা হলেও ভয় পেয়েছে।
তবে সেই অনুমান যে ভ্রান্ত, তা এই দুর্নীতিতে ফের প্রমাণ হল। বাংলা আবাস যোজনা প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষকে ঘর তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করেছেন। আনুষ্ঠানিক ভাবে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেও গিয়েছে। কিন্তু তারপর থেকেই তৎপর হয়ে উঠেছে প্রতারকরা।
উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার গোয়ালপোখর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকার পাড়া, নতুন পাড়া, শান্তিনগর, ভোতর গ্রামের ন’জন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ড থেকে প্রতারকরা টাকা গায়েব করে নিয়েছে। জানা গিয়েছে, কারও অ্যাকাউন্ট থেকে ২০ হাজার, কারও ২১ হাজার, কারও আবার ২৬ হাজার ৯০০ টাকা উধাও হয়ে গিয়েছে। উপভোক্তারা প্রবল ঠান্ডার মধ্যেও নতুন ঘর তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু ঘর তৈরির কাজে হাত দেওয়ার পরে ব্যাঙ্ক অ্য্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাওয়ায় তাঁরা চরম বিপাকে পড়েছেন। বিষয়টি নজরে আসার পরে তাঁরা ইসলামপুর সাইবার ক্রাইম থানায় লিখিত ভাবে নালিশ জানান।
সোমবার ওই এলাকার বিজেপির মহিলা পঞ্চায়েত সদস্যের স্বামী মনজিৎ বিশ্বাস ও এলাকার এক সাইবার ক্যাফের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। এ দিন তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ১০ দিন হেফাজতে রাখার আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে আবেদন জানায় ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযুক্ত দু’জনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ইসলামপুর মহকুমা আদালত। এই খবর জানিয়েছেন ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল।