প্রয়াত প্রাক্তন বিধায়ক ও ইতিহাসবিদ জীবন মুখোপাধ্যায়
বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট ইতিহাসবিদ জীবন মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে। মঙ্গলবার সকালে ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৬ বছর। কলেজে অধ্যাপনার পাশাপাশি একাধিক বই লিখেছেন জীবনবাবু। তাঁর লেখা বই বিভিন্ন স্কুলে পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হয়। দীর্ঘদিন রাজনীতিও করেছেন তিনি। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক। গত নির্বাচনে টিকিট না পাওয়ায় নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে নেন। তবে লেখালেখির কাজ চালিয়ে গিয়েছেন। কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। হৃদযন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ, বুধবার আমেরিকা থেকে জীবনবাবুর ছেলে অনিমেষ মুখোপাধ্যায়ের আসার কথা। তারপরই হবে শেষকৃত্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে প্রাক্তন বিধায়কের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন।