• পৌষের ডাকে ফিরছে শীত, তবে কত দিন টিকবে, সন্দেহ
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৫
  • উত্তরবঙ্গে বৃষ্টি আর দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার দাপটে ফের শীত ফেরার সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপাতত পশ্চিমী ঝঞ্ঝার ফাঁড়া কেটেছে। আর তাতেই মঙ্গলবার রাত থেকে উত্তুরে হাওয়ার ভেল্কি শুরু। বুধবার সকালেও হাওয়ার দাপট মালুম হয়েছে। এ দিন বিকালেও যদি এই একই আবহাওয়া থাকে তা হলে রাতের দিকে ভালো ঠান্ডা পড়ার সম্ভাবনা থাকছে। ফলে এ দিন থেকেই ফের পারাপতনের সম্ভাবনা রাজ্যে।

    অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাত— দুইয়েরই সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে, অন্য দিকে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে মহারাষ্ট্র ও অসম সংলগ্ন এলাকায়। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানের উপর।

    ভিন রাজ্যেও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও ওডিশায়। হিমাচল প্রদেশ, বিহার, সিকিমেও বিক্ষিপ্ত ভাবে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। কুয়াশার সম্ভাবনা রয়েছে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায়।

    মা-ঠাকুরমারা সব সময় বলে এসেছেন, পৌষ সংক্রান্তি মানেই জাঁকিয়ে ঠান্ডা পড়া। পৌষের শেষ সপ্তাহের শীতের কামড় সামাল দেওয়া বেশ কঠিন। কিন্তু এ বার সেই ছবিতে বদল। দু’দিন আগেও কেউ কেউ বলেছেন, পৌষের মাঠে বসন্তের হাওয়া খেলছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার কিছুটা আশার আলো দেখাল। অন্তত আগামী ৭২ ঘণ্টার জন্য ঠান্ডা ফিরতে পারে।

  • Link to this news (এই সময়)