• ‘অনেকবার দুলালকে খুনের হুমকি দিয়েছিল’, ধৃত তৃণমূল নেতাকেই ‘বড় মাথা’ বলে দাবি কৃষ্ণেন্দুর
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৫
  • ইংরেজবাজারের কাউন্সিলার দুলাল সরকার ওরফে বাবলাকে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। পুরোনো শত্রুতা থেকেই এই খুনে তাঁর জড়িত থাকা বলে অনুমান করছে পুলিশ। আদালতে হাজির করানোর সময়ে বুধবার নরেন্দ্রনাথ ওরফে নন্দু দাবি করেন, ‘বড় মাথা আমাকে ফাঁসিয়েছে।’ তাঁর দাবি নস্যাৎ করে পাল্টা সরব ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।

    ধৃত মালদার শহর সভাপতি নন্দু একাধিকবার দুলালকে হত্যার হুমকি দিয়েছিল বলে বিস্ফোরক দাবি করলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তিনি জানান, মালদার শহর সভাপতির সঙ্গে দুলাল সরকারের দীর্ঘদিনের বচসা ছিল। এর আগেও দুলালকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। কৃষ্ণেন্দুনারায়ণের কথায়, ‘ওই বড়মাথা। একাধিকবার বলেছে বাবলাকে খুন করবে। আমরা ভাবতাম রাগের মাথায় বলছে। এত বড় ঘটনা ঘটাবে বুঝতে পারিনি।’

    খুনের নেপথ্য কারণ সম্পর্কে কৃষ্ণেন্দুর দাবি, ‘নন্দু প্রভাবশালী। তা না হলে এত বড় ঘটনা ঘটাতে পারত না। এলাকার দখল নেওয়াই ওর মূল লক্ষ্য ছিল। পুরসভা ভোটে ও টিকিট পায়নি। বাবলা ওর আসনে দাঁড়িয়ে জিতে এসেছে। সেই থেকেই ওর বাবলার উপর রাগ।’

    নরেন্দ্রনাথের গ্রেপ্তারি সম্পর্কে দুলালের স্ত্রী চৈতালি ঘোষ সরকার বলেন, ‘পুলিশের উপর আমার পূর্ণ ভরসা রয়েছে। সাধারণ মানুষও জানতে চাইছে অপরাধী কে। পুলিশ তাঁকে খুঁজে বের করুক।’

    তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি ও তাঁর দুই ভাই বীরেন্দ্রনাথ ও অখিলেশকে ইংরেজবাজার থানায় মঙ্গলবার বেলা ১২টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ২২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তৃণমূলের টাউন সভাপতিকে। গ্রেপ্তার করা হয়েছে স্বপন শর্মা নামে এক ব্যক্তিকেও।

    প্রসঙ্গত, নরেন্দ্রনাথ তিওয়ারি এক সময়ে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন ধরে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারও ছিলেন। রাজনৈতিক সম্পর্কের বাইরেও বাবলা সরকারের সঙ্গে তাঁর গভীর বন্ধুত্ব ছিল। ২০২২ সালে পুরসভা ভোটে নরেন্দ্রনাথ তিওয়ারিকে ২২ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল টিকিট দেয়নি। তাঁর জায়গায় বাবলা সরকার ওই ওয়ার্ড থেকে ভোটে লড়েন এবং জয়ীও হন। সেই থেকেই শত্রুতার সূত্রপাত। বাবলার গোষ্ঠীর বিরুদ্ধে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তাঁর ভাইকে মারধর করার অভিযোগও উঠেছিল।

  • Link to this news (এই সময়)