স্কুল ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ প্রাইভেট গাড়ির। ভয়াবহ দুর্ঘটনা বিষ্ণুপুর রাজ্য সড়কে। দুর্ঘটনায় মৃত স্কুলের অধ্যক্ষর। মৃত অধ্যক্ষর নাম রুমা বিশ্বাস (৩০)। স্কুল ভ্যানে থাকা ৬ জন পড়ুয়া গুরুতর আহত হয়েছে বলে খবর। প্রত্যেককেই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গিয়েছে, বাঁকুড়ার জয়পুরের দিক থেকে স্কুলের ভ্যানটি বিষ্ণুপুরের স্বামী নিগমানন্দ স্কুলের দিকে যাচ্ছিল। গাড়িতে ছিলেন স্কুলের প্রিন্সিপাল, ৬ জন পড়ুয়া-সহ মোট ৮ জন যাত্রী। স্কুল পড়ুয়াদের ভ্যানটি আরামবাগ-বিষ্ণুপুর রাজ্য সড়ক ধরে বিষ্ণুপুর থানার বন কামারপুকুরের কাছাকাছি আসতেই উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে স্কুল পড়ুয়াদের ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গাড়ির মধ্যে পড়ুয়ারা আটকে পড়েছিলেন। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানার পুলিশকে। আহত সকলকেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও স্কুল প্রিন্সিপাল রুমা বিশ্বাসের মৃত্যু হয়। আহত ছয় পড়ুয়ার মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। স্কুল ভ্যানের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।
স্কুলের সেক্রেটারি অসীম বিশ্বাস বলেন, ‘মর্মান্তিক ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহত প্রিন্সিপালকে হাসপাতালে আনা হলেও বাঁচানো সম্ভব যায়নি। তবে বাচ্চারা প্রত্যেকেই সুস্থ আছে। দু’জনকে ছেড়েও দেওয়া হয়েছে।’ মৃতার শ্বশুরমশাই বলেন, ‘আমার বউমা গত পাঁচ বছর ধরে এই স্কুলে চাকরি করতেন। প্রতিদিনই ওঁকে গাড়ি করে নিয়ে আসত। কী ভাবে দুর্ঘটনা হলো বুঝতে পারছি না।’