মালদহে উদ্ধার ২০ লক্ষ টাকার জাল নোট, কোথা থেকে এল তদন্তে পুলিশ...
আজকাল | ০৮ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মালদহ জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানার ভারত–বাংলাদেশ সীমান্তের কুম্ভীরা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে ২০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ। এর মধ্যে ৫০০ টাকার নোট ১৯ লক্ষ টাকা এবং ২০০ টাকার নোট ১ লক্ষ টাকার। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার পুলিশ খোসালপাড়াতে জেলবন্দি রুবেল শেখের বাড়ির কাছে তল্লাশি অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে।
প্রসঙ্গত, রুবেল শেখ ওই এলাকার একজন কুখ্যাত অপরাধী। বিপুল পরিমাণ জাল নোট কে বা কারা মজুত করেছিল, কী উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
মঙ্গলবার রাতে কুম্ভীরা ফাঁড়ির পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে রুবেলের বাড়ির সামনে জাল নোট মজুত করা হচ্ছে। সেই খবর পাওয়ার পরই কুম্ভীরা অঞ্চলের খোসালপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে উদ্ধার হয় ২০ লক্ষ টাকার জাল নোট। ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
জাল নোট উদ্ধারের পর একাধিক প্রশ্ন উঠছে। জেলে বসেই রুবেল নতুন কোনও ছক কষেছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে ডিসেম্বর মাসের শেষের দিকে মালদহের এক যুবক ৯৫ হাজার টাকার জাল নোট নিয়ে দিল্লি থেকে গ্রেপ্তার হয়েছিল। এবার ২০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হল।