এলাকায় একের পর এক কুকুরের মৃত্যু, নেপথ্যে কী রহস্য?
আজকাল | ০৮ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এলাকায় কুকুরের মহামারী । মারা যাচ্ছে একের পর এক কুকুর। সুস্থ সবল কুকুরগুলি হঠাৎই আক্রান্ত হচ্ছে অজানা অসুখে। তারপর দিন দুয়েক রাস্তার ধারে শুয়ে থাকার পর মৃত্যু হচ্ছে তাদের। ঘটনাটি ঘটছে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত অরঙ্গাবাদ (১) পঞ্চায়েতের মোমিনপাড়া এলাকায়। এমনই অস্বাভাবিক ঘটনায় হতবাক এলাকাবাসী। ইতিমধ্যেই এই অজানা রোগে মারা গেছে ১৫ টি কুকুর। আরও পাঁচটি কুকুর রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে।
একের পর এক কুকুর মারা যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অনেকে আবার মনে করছেন পরপর এভাবে কুকুরের মৃত্যু আগত কোনও মহামারীর পূর্ব সংকেত। ইতিমধ্যেই বিষয়টি প্রশাসনের নজরে এনেছেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয়েছে নিকটবর্তী সুতি থানায়। সূত্রের খবর ,দ্রুত পশু চিকিৎসক এলাকায় পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। অভিযোগ, বেশ কয়েকদিন অতিক্রান্ত হলেও এখনও দেখা মেলেনি পশু চিকিৎসক বা পশু হাসপাতালের কোনও কর্মীর। আর এতেই ক্ষোভ ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।
নজরুল হক নামে এক গ্রামবাসী জানান,' গত সপ্তাহ থেকে হঠাৎ করেই আমাদের এলাকায় কুকুর মারা যেতে শুরু করেছে। সুস্থ সবল কুকুরগুলি কোনও কারণ ছাড়াই হঠাৎই অসুস্থ হয়ে পড়ছে। তারপর রাস্তার ধারে দু-তিন দিন শুয়ে থাকার পর মৃত্যু হচ্ছে তাদের।' তিনি বলেন,' ইতিমধ্যেই ১৫টি কুকুর মারা গেছে। আরও পাঁচটি কুকুরের অবস্থা সঙ্কটজনক। স্থানীয় থানার তরফে আমাদের বলা হয়েছে পশু চিকিৎসক এসে দেখে যাবেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও পশু চিকিৎসক বা পশু হাসপাতালের কর্মীকে এলাকায় আসতে দেখা যায়নি। আমরা চাই দ্রুত পশু চিকিৎসক এলাকায় এসে অসুস্থ কুকুরগুলির চিকিৎসা করুক।'এর পাশাপাশি কুকুরদের বিষ খাওয়ানো হচ্ছে কিনা সেই নিয়েও তদন্তের দাবি করে তুলেছেন অনেকেই।