• শহিদ-মঞ্চে 'পাগলু'র ব্যাখ্যা, তারপরই পড়ুয়াদের অনুষ্ঠানে দেব গাইলেন 'ও মধু...'
    আজ তক | ০৮ জানুয়ারি ২০২৫
  • ২১ জুলাই  তৃণমূলের'শহিদ দিবস'-এ গিয়ে গেয়েছিলেন 'পাগলু'। সেই নিয়ে কটাক্ষ আজও শুনতে হয় তাঁকে। বুধবার 'স্টুডেন্টস উইক সমাপনী' অনুষ্ঠানে সেই বিড়ম্বনার স্মৃতিসরণীতে ফিরলেন দেব, যখন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে গাইতে অনুরোধ করলেন। তবে গাইব না, গাইব না করেও ছাত্রীদের আবদার ফিরিয়ে দিতে পারলেন না নায়ক। গাইলেন,'ও মধু আই লভ ইউ...'। আবার বলেও ফেললেন, এনিয়েও নির্ঘাত ট্রোলের মুখে পড়তে হবে।

    এ দিন তৃণমূলের সায়নী ঘোষ থেকে বাবুল সুপ্রিয়রা, একে একে গান গেয়েছেন। শেষে দেবের পালা। মুখ্যমন্ত্রী বললেন,'এবার দেব'। দেব উঠলেন। ফিরল 'পাগলু'র সেই মুহূর্ত। ঘাটালের তৃণমূল সাংসদ বললেন,'দিদিকে প্রণাম। এই গান নিয়ে ইতিহাস আছে আমার জীবনে। এখনও মনে আছে, ২০১১ সালে শহিদ দিবসে ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম। তখন একেবারেই নতুন ছিলাম। তখন বুঝিনি যে এই মঞ্চে...'। 


    পাগলু কেন গেয়েছিলেন, তার ব্যাখ্যাও দিয়েছেন খাদানের নায়ক। তাঁর বক্তব্য, 'আমি সেদিন গাইনি। আমি কখনও বলার সুযোগ পাইনি। মঞ্চের সামনে যাঁরা ছিলেন তাঁরাই পাগলু গানটা ধরেছিলেন। আজ আমি গান গাইতে পারব না'।

    তবে দেব গাইতে গররাজি হলেও তৃণমূল নেতা ইন্দ্রনীল সেন এত সহজে ছাড়তে নারাজ। তিনি গেয়ে উঠলেন, 'কে তুমি নন্দিনী...'। তারপর দেব ছাত্রছাত্রীদের উদ্দেশে বার্তা দেন,'আমি খুব বেশি জ্ঞান দিতে চাইব না। সিএম-কে এত কাছ থেকে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আমার পড়াশুনো, ইঞ্জিনিয়ারিং পুণে থেকে হয়েছে, এমন সিএম পাইনি। আবার সুযোগ পেলে ছাত্রজীবন খুঁজে পেতে চাই। এই সময়টাতে আমরা ভাবি, কী হতে চাই। মাঝে মাঝে রাগ হত, কেন হোমওয়ার্ক, পড়াশুনো করতে বলত শিক্ষক, অভিভাবকরা। এই ১০ থেকে ১৮ বছর বয়স আর ফেরত পাবেন না। যতটা পারবেন এই সময়টাকে ব্যবহার করুন। এটাই জীবনে বড় হওয়ার ভিত। দিদি হতে চাইলে এটাই সময়। আমার চেয়ে অনেক বেশি গুণী মানুষরা বসে এই মঞ্চে। এখানে পৌঁছনোর জন্য এটাই সেরা বয়স। একদিন আমরা ওখানে কোথাও থাকব, এখানে বসবেন আপনারা'।

    এরপরই দর্শকাসনে বসা ছাত্রীরা সমস্বরে শুনতে চান, খাদানের 'কিশোরী' গান। দেব বলেন,'কিশোরী কারও মনে আছে? সব ভুলে গেছে। আমরা গুলিয়ে গিয়েছে। ক্ষমতা করবেন দিদি'। কিন্তু নাছোড়বান্দা পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী বললেন,'তুমি যা পারবে তাই গাও'।

    মুখ্যমন্ত্রীর অনুরোধ ফেলতে পারেননি নায়ক। বলেন,'আমার একটা গান মাথায় এলো যেটা গাইলে এখন থেকে ট্রোল হতে শুরু হব। হে ইউ লিসেন টু মি...ও মধু...' 
  • Link to this news (আজ তক)