• কনকনে ঠান্ডা আসছে, অনেকটা নামবে পারদ, কবে থেকে? পূর্বাভাস দিল হাওয়া অফিস
    আজ তক | ০৮ জানুয়ারি ২০২৫
  • এবার শুরু হবে হাড়কাঁপানো শীত। আরও ঠান্ডা পড়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। বুধবার ভোর থেকেই তাপমাত্রা কমতে শুরু করে। সেই সঙ্গে বইছে ঠান্ডা উত্তুরে হাওয়া। বৃহস্পতিবার তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

    সংক্রান্তির আগে কলকাতায় তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রিতে নামতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পারদ খানিকটা চড়েছিল। এখনও জাঁকিয়ে শীত পড়েনি শহর কলকাতায়। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় (সর্বনিম্ন) ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। এরপরের চারদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বড় কোনও পরিবর্তন নেই।

    খবর অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হতে পারে। যার জেরে রাজ্যে উত্তুরে হওয়া প্রবেশে বাধা পেতে পারে। তখন ফের চড়তে পারে। কমতে পারে ঠান্ডা। বুধবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া
    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু'দিন কাঁপিয়ে ঠান্ডা পড়বে। পশ্চিম বর্ধমান ও বীরভূমে ঘন কুয়াশা থাকবে। যে কারণে দৃশ্যমানতার সমস্যা তৈরি হতে পারে। এছাড়া, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

    উত্তরবঙ্গের আবহাওয়া
    উত্তরবঙ্গেও ন্যূনতম তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ২-৩ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কোনও বড় পরিবর্তন নেই। এরপর ফের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে।
     
  • Link to this news (আজ তক)