• সিউড়িতে বধূর রহস্যমৃত্যু, হাত-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার স্বামী, তদন্তে পুলিস
    বর্তমান | ০৮ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রহস্যমৃত্যু হল সিউড়ির বধূর। গতকাল, মঙ্গলবার রাতে পুরাতন পঞ্চায়েতের সালুকা ক্যানেল পাড় এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম সুচিত্রা বাগদি। ঘটনাস্থলের কিছুটা দূরেই মৃতার স্বামী সন্দীপ দাসকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় মহম্মদ বাজার থানার পুলিস। তারা সন্দীপকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।


    সন্দীপের দাবি, এদিন রাতে তাঁরা বাইকে করে বাড়ি ফিরছিলেন। সালুকা ক্যানেল পাড় এলাকার কাছে আসতেই কয়েকজন দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। প্রথমে সন্দীপের কাছে থাকা ব্যাগটি তারা ছিনতাই করে। সুচিত্রা তাদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হন এবং সন্দীপের সামনেই তাঁকে খুন করেন। এরপর সন্দীপকে বেধড়ক মারধর করে তাঁর হাত-পা-মুখ বেঁধে দিয়ে তারা সেখান থেকে চম্পট দেয় বলে দাবি করেছেন সন্দীপ।  


    তবে মৃতার পরিবারের অভিযোগ, সন্দীপই ষড়যন্ত্র করে সুচিত্রাকে খুন করেছে। এই মর্মে তাঁরা মহম্মদবাজার থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে পুলিস সূত্রে খবর। যদিও এই অভিযোগ খণ্ডন করেছেন সন্দীপ। বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিস বাহিনী। ফরেন্সিকের একটি দল শীঘ্রই সেখানে পৌঁছবে বলে জানা গিয়েছে। পুলিস দ্রুত তদন্ত শেষ করে দোষীকে কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে।
  • Link to this news (বর্তমান)