• মালদহে মাদক সহ গ্রেপ্তার ত্রিপুরার যুবক
    দৈনিক স্টেটসম্যান | ০৮ জানুয়ারি ২০২৫
  • পুলিশ সূত্রে খবর, কলকাতা ট্রাক ভর্তি করা হয়েছিল নিষিদ্ধ মাদক দিয়ে। যা নিয়ে যাওয়া হচ্ছিল ত্রিপুরা। সেই মতো ট্রাক থামিয়ে তল্লাশি করতেই বেরিয়ে আসে চিনে বাদামের বস্তা, সাদা ডলোমাইটের বস্তা, একাধিক প্লাস্টিকের যার। তা থেকেই উদ্ধার করা হয় ২১ হাজার বোতল নিষিদ্ধ কাশির শিরাপ এবং ৪২৫ বোতল ফেনিসিডিন। ঘটনায় আর কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)