• চাষিদের কাছ থেকে ফুলকপি কিনছে সরকার, মিলবে সুফল বাংলায়, দাম কত জানেন?
    হিন্দুস্তান টাইমস | ০৮ জানুয়ারি ২০২৫
  • একেবারে সস্তা হয়ে গিয়েছে ফুলকপি। এবার শীতের শুরুতে ফুলকপির দাম ছিল ২৫-৩০ টাকা করে। আর এখন সেই ফুলকপি ৮-১০ টাকাতেও মিলছে। দরাদরি করলে তার থেকেও কম দাম হয়ে যেতে পারে খোলা বাজারে। চাষিদের আরও কম দামে ফুলকপি বিক্রি করতে হচ্ছে। এর জেরে কৃষকদের চাষের খরচও মিলছে না। এমনকী পরিস্থিতি এমন দিকে গিয়েছে যে একাধিক চাষি ফুলকপি বিক্রি না করে ফেলে দিচ্ছেন। কারণ এত সস্তায় ফুলকপি বিক্রি করে আখেরে তাদের লাভের লাভ কিছু হবে না। তবে এবার কৃষকদের অভাবী বিক্রি রুখতে বিশেষ উদ্যোগ নিল কৃষি বিপণন দফতর।

    এবার সবজির ফলন ভালোই হয়েছে। তবে চাষিদের যাতে এই শীতকালীন সবজির অভাবী বিক্রি করতে না হয় সেকারণে সেই শীতকালীন সব্জি কিনে নিচ্ছে কৃষি বিপণন দফতর। চাষিদের কাছ থেকে কিনে নেওয়া সব্জি বিক্রি করা হবে সুফল বাংলার স্টলে। মন্ত্রী স্বপন দেবনাথ এনিয়ে জানিয়েছেন।

    মন্ত্রী জানিয়েছেন, পাঁচ টাকা পিস করে ফুলকপি কেনা হচ্ছে চাষিদের কাছ থেকে। তবে সেই ফুলকপি টাটকা হতে হবে। আর সেই ফুলকপির সাইজ ভালো হতে হবে।

    মঙ্গলবার পূর্বস্থলী ১ কিষান মান্ডিতে কৃষকদের থেকে সরাসরি সব্জি কেনার এই শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। সব মিলিয়ে টার্গেট ছিল দু হাজার ফুলকপি কেনার। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে শুধু ফুলকপি নয়, অন্যান্য সবজিও কেনা হচ্ছে চাষিদের কাছ থেকে। তার মধ্য়ে পেঁয়াজকলি, বেগুনও রয়েছে।

    সব্জি কেনার অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শীতকালীন সব্জি যাঁরা ফলান তাঁদের উপকারের জন্য মমতাদি এই পরিকল্পনা করেছেন। যখন কৃষকরা বলছেন ফুলকপি বিক্রি হচ্ছে না তখন মমতাদি ৫ টাকা দরে সরাসরি ফুলকপি কিনছেন। সেই সঙ্গেই মন্ত্রীর প্রশ্ন, কখনও শুনেছেন সরকার সরাসরি চাষিদের কাছ থেকে সব্জি কিনছে? যাঁরা বিক্রি করছেন খাতায় তাঁদের নামের তালিকা রাখা হচ্ছে। পরে খোঁজ নিয়ে দেখা যাবে তিনি আদৌ ফুলকপি চাষ করেছিলেন কি না।

    তবে চাষিরা দেখছেন একেবারে কিছু না পাওয়ার থেকে অন্তত কিছুটা পাওয়া ভালো। কারণ একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাঠের ফুলকপি মাঠে পড়ে থাকছে কেনার লোক নেই। মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে ফুলকপি। এতটাই ভয়াবহ অবস্থা। তবে সেই নিরিখে এবার কৃষকদের পাশে দাঁড়াল দফতর। অন্তত ৫ টাকা করে হলেও ফুলকপির দাম দিল সরকার।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)