ভয়াবহ কর্মী সংকটে কলকাতা মেট্রো। সূত্রের খবর, গত ১৫ বছর ধরে কলকাতা মেট্রোতে কোনও চালক নিয়োগ হয়নি। শেষবার মোটর ম্যান নিয়োগ করা হয়েছিল সেই ২০১০ সালে। তারপর থেকে নানা কারণে ঝুলে রয়েছে মোটরম্যান নিয়োগের কাজ। এবার তারই প্রতিবাদে অনশনে বসতে পারেন মেট্রোর কর্মী ইউনিয়ন।
গোটা কলকাতা জুড়ে জালের মতো ছড়িয়ে যাচ্ছে মেট্রো। ক্রমেই কলকাতা মেট্রোর সম্প্রসারণ হচ্ছে। কিন্তু সেই অনুপাতে মেট্রো রেলের কর্মীর সংখ্যা বৃদ্ধি হচ্ছে না। মোটরম্যানের ঘাটতিও একেবারে ভয়াবহ। কেবলমাত্র ব্লু লাইনে মোটরম্যানের ঘাটতি রয়েছে ১৮০ জন। ২৪ ঘণ্টার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ব্লু লাইনে মোট মোটরম্যান রয়েছেন ২১৬জন। সেখানে দিনে ট্রেন চলে সব মিলিয়ে ২৮৮টি। এদিকে মোটরম্যানদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে বলেও খবর। ৮ ঘণ্টার বদলে মোটরম্যানদের ১০-১১ ঘণ্টা কাজ করানো হচ্ছে বলে খবর।
এদিকে ২০২৫ সালে স্বাভাবিক নিয়মে কয়েকজন অবসর নেবেন। তারপর কর্মী সংকট আরও ভয়াবহ আকার নিতে পারে। সেক্ষেত্রে কর্মী নিয়োগ না করলে আখেরে সমস্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
মেট্রো রেলে ১৯৮৪ সাল থেকে সরাসরি মোটর ম্যান নিয়োগ করা হত। নানা জটিলতার জেরে কলকাতা মেট্রোতে ২০১০ সালের পর থেকে নতুন করে আর কর্মী নিয়োগ করা হয়নি। এদিকে কলকাতা জুড়ে মেট্রোর সম্প্রসারণ হয়েছে। কিন্তু সেই অনুপাতে কর্মী বাড়েনি।
এদিকে মেট্রোর মোটরম্য়ানদের উপর কাজের চাপ ক্রমশ বাড়ছে। ছুটি মিলছে না। টানা ডিউটি করতে হচ্ছে। সব মিলিয়ে বাড়ছে চাপ। কলকাতা মেট্রো রেলওয়ে মোটর মেনস ইউনিয়ন ইতিমধ্য়েই আন্দোলনের ডাক দিয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১৩,১৪ ও ১৫ই জানুয়ারি এই আন্দোলন। ৭২ ঘণ্টা রিলে অনশন হবে।
এদিকে এসবের মধ্য়েই ১ জানুয়ারি ২০২৫ থেকে বেড়ে গিয়েছে দমদম-কবি সুভাষ রুটে রাতের শেষ মেট্রোর ভাড়া। মূলত, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ‘স্পেশ্যাল নাইট সার্ভিস’র আওতায় রাতে ১০.৪০ মিনিটে দমদম- কবি সুভাষ রুটে ব্লু লাইনে মেট্রো চলে। সেই মেট্রোর ভাড়া বেড়ে গিয়েছে বছরের প্রথম দিন থেকেই।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১ জানুয়ারি ২০২৫ থেকে সপ্তাহের এই কয়েকটি দিনে এই রুটে রাতের শেষ মেট্রোটিতে অতিরিক্ত ভাড়া নেওয়া হবে। প্রসঙ্গত, রাতে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য কবি সুভাষ ও দমদম রুটে মুখোমুখি মেট্রো চালায় কর্তৃপক্ষ। এর আগে পর্যন্ত দমদম থেকে শোভাবাজার পর্যন্ত যেতে ১০ টাকা লাগলেও, আজ থেকে রাতের শেষ মেট্রো অর্থাৎ কবি সুভাষ-দমদম রুটের রাতের ১০.৪০ মিনিটের মেট্রোতে লাগবে ২০ টাকা। ফলত, এই মেট্রোতে যে রুটে যেমন ভাড়া রয়েছে তার সঙ্গে যুক্ত হবে বাড়তি খরচ।