• মালদার বাবলা সরকার খুনে বড় মাথা কে? 'নেত্রীকে বলব' বড় ইঙ্গিত কৃষ্ণেন্দুর
    হিন্দুস্তান টাইমস | ০৮ জানুয়ারি ২০২৫
  • মালদার তৃণমূল নেতা দুলাল সরকার তথা বাবলা সরকার খুনে গ্রেফতার করা হয়েছে ২জনকে। তার মধ্য়ে অন্যতম হলেন তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। নরেন্দ্রনাথ তিওয়ারির গ্রেফতারির ঘটনায় কার্যত শোরগোল পড়ে গিয়েছে মালদায়। কিন্তু দুলাল খুনে কেন আচমকা গ্রেফতার করা হল নরেন্দ্রনাথ তিওয়ারিকে?

    ওয়াকিবহাল মহলের মতে, মালদার ইংরেজবাজারে দুলাল বনাম নরেন্দ্রর দ্বন্দ্ব নতুন কিছু নয়। বার বারই এই দ্বন্দ্বের কথা প্রকাশ্যে এসেছে। এখানেই প্রশ্ন দলের তরফ থেকে এনিয়ে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি?

    এবার এনিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি জানিয়েছেন, এরকম কাজ ঘটিয়েছে বলে গ্রেফতার করেছে। দুলাল সরকার খুনে জড়িত বলে গ্রেফতার হয়েছে। নরেন্দ্রনাথ তিওয়ারি একটা গোষ্ঠী তৈরি করেছিল। এলাকা দখল করার। আর দুলাল সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল। ভোটের আগে ওদের মধ্য়ে ঝগড়া হয়। ওদের আমরা বলেছিলাম।আমরা সেই সময় দুলাল সরকারের পক্ষ নিয়ে বলেছিলাম। নরেন্দ্রনাথ তিওয়ারিকে কেউ বা কারা মদত দিচ্ছিল। অবশেষে এই ঘটনা হল। নরেন্দ্রনাথ তিওয়ারি অনেককে বলেছে আমি শেষ দেখব। যাদেরকে বলেছে তারা পুলিশকে বলেছে। স্বপন শর্মা এই লোকটা ভাড়াটে খুনি ছিল। । আমাকে অনেকবার অ্যাটাক করেছে। বোম মেরেছিল। এই স্বপ্ন শর্মা বর্তমানে অন্য একটি মামলায় জামিনে রয়েছে। দলের বাইরের ব্যাপার। এক শ্রেণির লোক সাপোর্ট করেছে। দলের নেত্রী যখন জিজ্ঞাসা করবে তখন বলে দেব। আমি একমাত্র নেত্রীকে বলব। প্রভাবশালী এক নেতা আছে। কোন দলের বলব না। মুখ্য়মন্ত্রীকে বলব। সংবাদমাধ্যমে জানিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। 

    কে সেই বড় মাথা? মালদার পাশাপাশি গোটা রাজ্য জানতে চাইছে তার নাম। তবে এনিয়ে কৃষ্ণেন্দু জানিয়েছেন, তিনি একমাত্র নেত্রীকে বিষয়টি জানাবেন। 

    বাবলা সরকারকে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয়েছে। সেই ঘটনায় রাতভর জিজ্ঞাসাবাদের পর নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মা নামে ২ তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার দুপুরে আদালতে পেশ করতে থানা থেকে নরেন্দ্রনাথ তিওয়ারিকে বার করলে তিনি বলেন, ‘আরও বড় মাথা আছে। আমাকে ফাঁসানো হচ্ছে।’

    বাবলা সরকারের স্ত্রী জানিয়েছেন, ‘একাধিক মাথা যুক্ত না থাকলে বাবলা সরকারের মতো নেতার মাথায় গুলি করা যায় না। এর সঙ্গে আরও অনেকে যুক্ত আছে। আমার মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রয়েছে। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন সবাইকে খুঁজে বার করতে। নিশ্চই পুলিশ খুঁজে বার করবে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)