সন্দেশখালিতে TMC নেতার নেতৃত্বে গণধর্ষণের অভিযোগ, পুলিশকে কী বলল হাইকোর্ট?
হিন্দুস্তান টাইমস | ০৮ জানুয়ারি ২০২৫
সন্দেশখালিতে মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন নির্যাতিতা বধূ। সেই ঘটনায় অভিযোগকারিনীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার মামলার শুনানিতে এই নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। একই সঙ্গে এই ঘটনার তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করেছেন বিচারপতি।
সন্দেশখালির মাঝেরপাড়ার ওই বধূ গত ১৫ এপ্রিল সন্দেশখালি থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, সন্দেশখালি ২ ব্লক তৃণমূল সভপতি দিলীপ মাইতির নেতৃত্বে মাথায় বন্দুক ধরে তাঁকে গণধর্ষণ করেছিল তৃণমূলি দুষ্কৃতীরা। নির্যাতিতা জানান, FIR করার পরেও পুলিশ ঘটনার তদন্তে তৎপরতা দেখায়নি। এর পর আমি একটা ডায়েরি করি তাতেও কাজ হয়নি। সোমবার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়েরের অনুমতি চান নির্যাতিতা। আবেদন মঞ্জুর করেন বিচারপতি। মঙ্গলবার দায়ের হয় মামলা। তাতে নির্যাতিতা জানান, ওই ঘটনার তদন্তে কাউকে গ্রেফতার করেনি পুলিশ। বুক ফুলিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। উলটে প্রাণ সংশয়ে ভুগছেন তিনি। বুধবার ছিল মামলার প্রথম শুনানি।
শুনানিতে পুলিশের কাছে তদন্তে অগ্রগতির ব্যাপারে জানতে চান। পুলিশের তরফে জানানো হয়েছে, মামলার তদন্ত চলছে। চার্জশিট দেওয়া হবে। একথা শুনে পুলিশের কাছে তদন্ত রিপোর্ট চান বিচারপতি জয় সেনগুপ্ত। একই সঙ্গে নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ দেন তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে।
তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া গণধর্ষণের মামলায় সন্দেশখালির তৃণমূল নেতা দিলীপ মল্লিকের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।