• ‘বাল্যবন্ধু’-ই ‘মূল চক্রী’! দুলাল হত্যার ঘটনার পর ‘এই সময়’-কে কী বলেছিলেন নরেন্দ্রনাথ?
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৫
  • ৬ জানুয়ারি, ২০২৫। 'বাল্যবন্ধু' বললেন, ‘রাজনীতিতে অনেক তর্ক-বিতর্ক হয়েছে, মান–অভিমান হয়েছে। তাই বলে ওঁর মৃত্যু কোনওদিন কামনা করিনি।’

    ৮ জানুয়ারি, ২০২৫। মালদার তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার সেই 'বাল্যবন্ধু' নরেন্দ্রনাথ তেওয়ারি। পুলিশের অভিযোগ, কাউন্সিলার খুনে মূল চক্রী তিনিই। যদিও তিনি এখনও অভিযুক্ত, অভিযোগ প্রমাণিত হয়নি। বুধবার ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মার তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মালদা আদালত।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, কাঁধে ব্যাগ নিয়ে একসঙ্গেই স্কুলে যেতেন দু’জনে। নন্দু ও বাবলা হরিহর আত্মা ছিলেন। দুই বন্ধু স্কুলের গণ্ডি পেরিয়ে রাজনীতির ময়দানেও নামেন একসঙ্গে। কংগ্রেসি জমানায় হাত পাকিয়ে তৃণমূলের জন্মলগ্নে শিবির বদল করেন দু’জনেই। একে অন্যের জন্য ভেবেই নিয়েছিলেন, ‘খেলব আজ ওই ঘাসে, তোর টিমে তোর পাশে’।

    এর মধ্যে মহানন্দা দিয়ে জল গড়িয়েছে অনেক। মালদার রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যায়, ২২-এর পুর ভোট থেকেই দূরত্ব বাড়তে থাকে দু’জনের মধ্যে। বন্ধুত্বের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায় ক্ষমতা দখলের প্রবল স্পৃহা। একটা সময়ে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ছিলেন নরেন্দ্রনাথ। কাউন্সিলার ছিলেন ২২ নম্বর ওয়ার্ডের। স্ত্রী ছিলেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। গত পুরসভা নির্বাচনে টিকিট পাননি নরেন্দ্রনাথ। ২২-এ তাঁর বদলে টিকিট পান বাবলা। বিপুল ভোটে জয়ী হন। বিপুল হারে বাড়তে রাজনৈতিক প্রভাবও। অনেকটাই একঘরে হন নরেন্দ্রনাথ।

    তবে, বাবলা খুনের পর ‘এই সময়’-কে নরেন্দ্রনাথ বলেন, ‘বাবলাকে এলাকায় ঢুকে দুষ্কৃতীরা মেরে দেবে, এটা ভাবাই যায় না। একটা গভীর ষড়যন্ত্র কাজ করেছে। পুলিশ সত্যিটা মানুষের সামনে তুলে ধরুক।’ বুধবার এই ঘটনার ‘সত্যিটা’ সামনে আনল পুলিশ। রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার দাবি করেছেন, ৫০ লক্ষ টাকা সুপারি দিয়ে খুন করা হয়েছিল বাবলাকে। পেছনে মূল চক্রী নরেন্দ্রনাথ ও স্বপন শর্মা। স্থানীয় সূত্রে খবর, স্বপন বাম আমলের মন্ত্রী শৈলেন সরকারের ‘ঘনিষ্ঠ’ ছিলেন। একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে সম্প্রতি রাজনীতি থেকে কিছুটা দূরেই রয়েছেন তিনি।

    তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, শুধুই কি ক্ষমতার লোভ বিষিয়ে তুলেছিল নরেন্দ্রনাথকে। যার জন্য বাল্যবন্ধুকে পৃথিবী থেকেই সরিয়ে দিতে হলো? না কি রয়েছে আরও গূঢ় কোনও কারণ?

  • Link to this news (এই সময়)