• ‘ভুল করে গেয়েছিলাম’, ২১ জুলাইয়ের মঞ্চে পাগলু ডান্স নিয়ে বললেন দেব
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৫
  • ২০১১ সালের তৃণমূলের শহিদ তর্পণের মঞ্চে পাগলু ডান্স করা ‘ভুল হয়েছিল’, ১৪ বছর পর প্রকাশ্যে অনুশোচনা দেবের। বুধবার ধনধান্য স্টেডিয়ামে ‘স্টুডেন্টস উইক’-এর সমাপ্তি অনুষ্ঠানে দেব বলেন, ‘আমি আসলে কোনওদিন এটা বলার সুযোগ পাইনি। আজ এই সুযোগটা পেলাম। সে দিন কিন্তু আমি গানটা গাইব ভাবিনি। মঞ্চের সামনে হাজার-হাজার, লক্ষ-লক্ষ মানুষ ছিলেন। তাঁরাই গানটা ধরেছিলেন, বলেছিলেন গাইতে। তাই গেয়েও ফেলি। আমি একদম তখন বুঝিনি। ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম।’

    ২০১১ সালের ২১ জুলাই। ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ। ঠিক দু’ মাস আগে প্রথমবার ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২১ জুলাইয়ের মঞ্চ যেন চাঁদের হাট। টলিপাড়ার সেলেবদের ভিড় তৃণমূল নেতাদের মাঝে। সেই মঞ্চে এসেছিলেন দেব। তিনি তখনও রাজনীতির আঙিনায় পা দেননি। টল, ডার্ক, হ্যান্ডসাম দেব মানেই তখন ‘পাগলু ডান্স’, ‘চ্যালেঞ্জ নিবি না শালা’! গ্রাম থেকে শহর, মফস্বল, দেবের ফ্যান ফলোয়ারের সংখ্যা অনেক।

    সেই দেবকে এ ভাবে সামনে থেকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন তৃণমূল কর্মীরা। ‘পাগলু’, ‘পাগলু’ বলে তুমুল চিৎকার। দেবও মাইক্রোফোন হাতে নিয়ে শহিদ-তর্পণের মঞ্চে নেচেছিলেন পাগলু ডান্স। বিতর্কের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সদ্য বিরোধী চেয়ারে বসা সিপিএম তো বটেই, অনেক সাধারণ মানুষেরও ভালো লাগেনি এই দৃশ্য।

    ১৪ বছর পর তা নিয়ে মুখ খুললেন দেব, গলায় অনুশোচনার সুর। এ দিনের অনুষ্ঠানে দেব মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়াতেই দর্শকাসন থেকে স্কুল পড়ুয়াদের উল্লাস। গান গাওয়ার অনুরোধও এলো। এর পরই সকলের সামনে দেব বলেন, ‘এই গান নিয়ে আমার জীবনে একটা ইতিহাস আছে। এখনও মনে আছে, ২০১১ সালে শহিদ দিবসে আমি তখন একদমই নতুন। তখন ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম।’

    এর পর দেবের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি খাদান-এর জনপ্রিয় গান ‘কিশোরী’ গাওয়ার জন্য আসে অনুরোধ। দেবকে বলতে শোনা যায়, মুখ্যমন্ত্রীর সামনে তাঁর সব কিছু গুলিয়ে গিয়েছে। মমতা বলেন, ‘তুমি যা পারো তাই গাও’। এর পরই দেব বলেন, ‘এমন একটা গান মাথায় এসেছে, গাইলেই ট্রোল হতে শুরু করব।’ যদিও দর্শকাসনে বসে থাকা পড়ুয়াদের শেষ অবধি নিরাশ করেননি তারকা-সাংসদ দেব। গান ধরেন, ‘হে ইউ লিসন্ টু মি, ইউ আর মাই লাভ জানো তুমি।’ ও দিকে তখন সমস্বরে চিৎকার, ‘ও মধু, ও মধু...।’

  • Link to this news (এই সময়)