• গঙ্গাসাগরের জন্য এলাহি বন্দোবস্ত, প্রায় আড়াই হাজার বাস, লঞ্চ-ভেসেল-বার্জও পর্যাপ্ত
    এই সময় | ০৮ জানুয়ারি ২০২৫
  • গঙ্গাসাগরে প্রতি বছরই পুণ্যার্থীর সংখ্যা বাড়ছে। শুধু এ রাজ্য থেকেই নয়, ভিন রাজ্য থেকেও লোকজন। যেহেতু জলপথই এ মেলায় পৌঁছনোর এক মাত্র ভরসা, তাই রাজ্য সরকার গঙ্গাসাগর উপলক্ষে লঞ্চের সংখ্যা বাড়াচ্ছে। একই সঙ্গে অতিরিক্ত বাসও চালাবে রাজ্য পরিবহণ দপ্তর। বুধবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এ কথা জানিয়েছেন।

    ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরের পুণ্যস্নান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ইতিমধ্যেই মেলার উদ্বোধন হয়ে গিয়েছে। সাধু, সন্ন্যাসীরা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। আসতে শুরু করেছেন ভিন রাজ্যের পুণ্যার্থীরাও। পরিবহণ মন্ত্রী দাবি করেন, গত বার প্রায় ১ কোটি মানুষ গঙ্গাসাগর মেলায় এসেছিলেন।

    এ বারও রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে অনুমান রাজ্য প্রশাসনের। তা মাথায় রেখে গঙ্গাসাগর মেলাকে আধুনিক এবং প্রযুক্তিগত ভাবে উন্নত মেলায় পরিণত করা হয়েছে। পরিবহণ দপ্তরও মানুষের যাতায়াতের জন্য যানবাহনের সংখ্যা বাড়িয়েছে।

    পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘প্রতিদিন ২ হাজার ২৫০টি সরকারি বাস থাকবে, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ যাতায়াত। গত বার ৩টি বার্জ ছিল, এ বার ১০টি বার্জ থাকবে। এক একটা বার্জেই দু' হাজার-আড়াই হাজার মানুষ পার হতে পারবেন। কচুবেড়িয়া ও লট ৮-এ ৫টি করে ১০টি জেটি থাকছে। সব মিলিয়ে ২১টি জেটি দিয়ে পারাপার করতে পারবেন মানুষ। কচুবেড়িয়া থেকে মেলাপ্রাঙ্গণ পর্যন্ত ২৫০টি বেসরকারি বাসকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তারা ওই রুটে যাত্রী পরিবহণ করবে।’ থাকছে ওয়াটার অ্যাম্বুল্যান্স, এয়ার অ্যাম্বুল্যান্স, হেলিকপ্টারও।

  • Link to this news (এই সময়)